আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে প্রিয় গরুর মাংস (চু চু চু)

আমি বিবাহিত !

অনেক দিন আমার সবচেয়ে প্রিয় খাবার গরুর মাংশ খাওয়া হয়না আমার রোমম্যাট এরও প্রিয় কিন্তু সময়, সুযোগ, মূল্য ইত্যাদি বাধায় গুলো এড়িয়ে আর গরুর মাংস পর্যন্ত যাওয়া হয় না বাড়িতে গেলে মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু মেসে সেটা হয়ে উঠে না গত কাল সময় বের করে বাজরে গেলাম গরুর মাংস কিন্তে অনেক বেছে ভাল একটা টুকরা দেখে বল্লাম এখানথেকে ১কেজি মাংস দেন বলে রাখা ভাল আমি আবার বাজার ঘাট করতে পারিনা মুলামুলি, যাচাই বাছাই আমাকে দিয়ে একদম হয়না আমার রুমমেটও জানে সেকথা বাসায় আসার পর আমার রুম মেট মাংসুলো চেক করল ১কেজি মাংসকে চার ভাগ করার পর ৩ভাগই চর্বি আর হাড় বাকি এক ভাগ মাংস পাওয়া গেল আমিতো পুরা থ বেছে ভাল মাংসওয়ালা টুকরাটা থেকেইতে কেটেদিল তাহলে এমন কেন হল আমার রুমমেট আবার বলেকিনা এটা গরুনা মহিস সেটাও ভাবার বিষয় এখন কি করি বলেনতো আমাকে দিয়ে কি কিছু হবে!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.