তারা ভরা রাতের নিষাচর...
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় লায়লা। তবে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কর্মকর্তারা জানিয়েছে, লায়লার কারণে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ভারতের তেল ও গ্যাসকূপে আঘাত হানতে পারে বলে প্রাথমিকভাবে যে আশঙ্কা করা হয়েছিল তা কেটে গেছে।
এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো হিসাব জানা যায়নি।
কর্তৃপক্ষ ঘর-বাড়ি ধসে যাওয়া, উপকূলীয় অঞ্চলে বন্যা এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইনে ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।
ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তনকারী ঘূর্ণিঝড় লায়লা আঘাত হানতে পারে এই আশঙ্কায় রিলায়েন্স কোম্পানি তাদের তেল ও গ্যাসকূপ খনন কার্যক্রম স্থগিত করেছে।
রিলায়েন্সের কর্মকর্তা জানান, "আমাদের পূর্ব উপকূলীয় কার্যক্রম বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। "
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭৫ মাইল বেগে উপকূলে আঘাত হানে। তবে পূর্বভাসে যে গতিবেগ ও সময়ের কথা জানানো হয়, ঝড়টি তা থেকে বেশ দুর্বল বেগে ঘণ্টা খানেক পরে আঘাত হেনেছে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্ধ্র প্রদেশের গঙ্গাভরম বন্দরের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, লায়লা আঘাত হানার আগেই বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।