দেশে প্রথমবারের মতো বহুল প্রত্যাশিত জাতীয় সংসদের নিজস্ব টেলিভিশন চ্যানেল চালু হতে যাচ্ছে আগামী জুলাই মাসে। 'সংসদ বাংলাদেশ' নামের ওই চ্যানেলে সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির বৈঠক, দেশের উন্নয়নমূলক কর্মকা- এবং বিদেশের সংসদ অধিবেশন বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে। চ্যানেল চালুর প্রাথমিক সব প্রসত্দতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ। বিস্তারিত Click This Link
গত বছর নবম জাতীয় সংসদ অধিবেশন শুরুর পর থেকেই সংসদ সদস্যরা সংসদের একটি নিজস্ব চ্যানেল চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভারতের লোকসভার আদলে এমন একটি চ্যানেল চালুর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন স্পীকারও।
পরবর্তীতে বিষয়টি সংসদ অধিবেশনে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিসে তুলে আনা হয়। শুরুতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ নোটিসের জবাবে বিষয়টি বিবেচনা করা হবে বললেও পরে তার অবস্থান থেকে সরে আসেন সংসদ সদস্য এমনকি স্পীকারের চাপে। সংসদের নিজস্ব চ্যানেল থাকার গুরুত্ব তুলে ধরে স্পীকার নিজেই তথ্যমন্ত্রীকে বলেন, 'কবে নাগাদ চ্যানেল চালু করা যাবে সে সময়টি জানিয়ে দিন। ' সে সময় টেবিল চাপড়িয়ে স্পীকারের মন্তব্যকে সংসদ সদস্যরা সমর্থন জানালে তথ্যমন্ত্রী জানান, শীঘ্রই চ্যানেলটি করা হবে। তবে সে সময় 'সংসদ বাংলাদেশ' নামটি প্রসত্দাব করা হলেও তিনি নামের বিষয়টি তখনি গ্রহণ না করে পরে নামকরণ করা হবে বলে জানান।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের নিজস্ব চ্যানেল যত দ্রুত সম্ভব চালুর প্রতিশ্রুতি দেন।
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, টেলিভিশন চ্যানেল চালু করার ব্যাপারে সংসদের স্পীকার এ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে মঙ্গলবার তাঁর কার্যালয়ে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংসদ সচিব আশফাক হামিদ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উর্ধতন কর্মকর্তারা সভা করেন। সভা শেষে 'সংসদ বাংলাদেশ' নামে টিভি চ্যানেলের কার্যক্রম জুলাইয়ে শুরম্ন করার বিষয়ে চূড়ানত্দ সিদ্ধানত্দ নেয়া হয়। সিদ্ধানত্দ হয়, চ্যানেলে সংসদ অধিবেশনসহ উন্নয়নমূলক ও গঠনমূলক অনুষ্ঠান প্রচার করা হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ টেলিভিশনের সহায়তায় নতুন চ্যানেলের সম্প্রচার চলবে।
স্থাপনা, জনবল ও যন্ত্রাংশ সবই ব্যবহৃত হবে বিটিভির। তবে অনুষ্ঠানের মান ও এর কার্যক্রম তদারকি করার জন্য সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয় ও বিটিভি_ এ তিনটি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি পর্যবেৰক দল কাজ করবে। পর্যায়ক্রমে স্বতন্ত্রভাবে সংসদ বাংলাদেশ চ্যানেল পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়নসহ জনবল নিয়োগ করা হবে।
এ চ্যানেল প্রসঙ্গে স্পীকার এ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, 'সংসদ বাংলাদেশ' নামে স্বতন্ত্র একটি চ্যানেল জুলাইয়ে চালু করা হচ্ছে। সংসদের ইতিহাসে এটি একটি যুগানত্দকারী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
তিনি বলেন, এই চ্যানেলে গতানুগতিক চ্যানেলগুলোর মতো অনুষ্ঠান প্রচারিত হবে না। সংসদ অধিবেশন, সংসদের বিভিন্ন সময় গঠনমূলক যেসব বিতর্ক হয়েছে সেগুলোর সম্প্রচার, সংসদীয় কমিটির বৈঠক, দেশের উন্নয়নমূলক কর্মকা- এবং বিদেশের সংসদ কিভাবে পরিচালিত হয় সে সব অনুষ্ঠানও এ চ্যানেলে সম্প্রচারিত হবে। তবে বিটিভি অতীতে যেভাবে সংসদ অধিবেশন সম্প্রচার করত এখনও সেভাবেই প্রচার করতে পারবে বলে জানান স্পীকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।