শিক্ষাই হল জাতি
ক্ষমতাসীন দলের হোক আর অন্য যেকোন ব্যক্তিই হোক না কেন, সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেয়া রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
শুক্রবার রাজধানীর দক্ষিণখান ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মন্ত্রী।
সাহারা খাতুন বলেন, চাঁদাবাজি করে কেউই রেহাই পাবে না। আর এসব কাজের সঙ্গে যদি ছাত্রলীগ, যুবলীগ বা অন্য কোন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী জড়িত থাকে তবে তাদের কাউকেই ছাড়া হবে না। গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, গত এক বছরে জনগণের সহায়তায় সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কিন্তু সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে।
আর তাই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।