সমুদ্রে সমাধিস্থ হতে চাই
Dulal Zubaeid (31 January 1957 – 9 July 2007)
সময় এখন ভীষন দুঃসময়
দুর্ণীতিবাজের জন্য
যাদের সবাই সভ্য জানতো
তারাই ছিলো বন্য।
খুলে পড়ছে মুখোশ
প্রকাশ হচ্ছে চরিত্র
এসব নেতার স্বভাব ছিলো
ফুলের মতো পবিত্র।
চারপাশে ঘিরে আছে
মানুষবেশী জানোয়ার
মরে গিয়ে বেঁচে গেছে
ঢালি মোহাম্মদ মনোয়ার।
২.
নষ্ট সময় কষ্ট দিয়েছিলো
বুকে জমেছিলো রাগ
মনে প্রানে চেয়েছি সবাই
দূর্নীতিবাজ ভাগ।
নষ্ট সময় কষ্ট দিয়ে গেল
স্পষ্ট সেই দাগ
সবাই মিলে হুংকার তুলি
দুঃশাসন তুই ভাগ।
রচনাকাল: ২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।