অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে উপন্যাসিক দুলাল হাসান-এর উপন্যাস ‘বন্ধুবিলাস’। রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে ঐশী পাবলিকেশন্স। সুমন রহমানের আঁকা প্রচ্ছদে এর মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। এর আগে আরও ৫টি উপন্যাস প্রকাশ হয়েছে দুলাল হাসান-এর। এগুলো হলো, রমণীরমণ, মঙ্গলদীপ, রমণীবিলাস, উষ্ণশ্বাস ও নগ্নবেলা। ২০০৭ সালে ‘মঙ্গলদীপ’ প্রকাশের পর কুমিল্লাবাসীকে হেয় করা হয়েছে মর্মে অভিযোগ এনে জনৈক আমির হোসেন বইটি নিষিদ্ধের জন্য মামলা করেন। এ মামলায় দুলাল হাসান জয়ী হন। এরপর ২০০৮ সালে উপন্যাস ‘রমণীবিলাস’ প্রকাশের পর বাংলা একাডেমী বইটি বাজেয়াপ্ত করে এবং প্রকাশনার স্টল থেকে ৮৫ কপি বই উঠিয়ে নেয়। পরে বইটি নিষিদ্ধও করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।