ওলি
"শিশু অধিকার সনদ" বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য আন্তজাতিক সনদ । শুধুমাত্র সোমালিয়া এবং আমেরিকা ছাড়া বিশ্বর প্রায় সব দেশই এই সনদে স্বাক্ষর করেছে । বাংলাদেশ বিশ্বের প্রথম ৪৫ টি দেশর মধ্যে অন্যতম যারা সবার প্রথমে এই সনদে স্বাক্ষর করে । শিশুশ্রম নিরসনে শিশু অধিকার সনদে সুনিদিষ্ট দিক-নির্দেশনা রয়েছে ।
তবে বাংলাদেশ থেকে শিশুশ্রম একেবারে তোলে দিলে তা শিশু অধিকার প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখবে তা প্রশ্নসাধ্য ।প্রতিটি শিশুর সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় সক্ষমতা অর্জেনর পূর্বেই রাষ্ট্র কর্ৃক শিশুশ্রম িনিষদ্ধ হলে তাতে হিতে বিপরীত হতে পারে । সুশাসনের (Click This Link) প্রধান তিনটি উপাদানের একটি হচ্ছে সক্ষমতা (State capability) । অন্য দু'টি উপাদান হচ্ছে জবাবদিহিতা (accountability)এবং সংবেদনশীলতা (responsiveness) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।