আমাদের কথা খুঁজে নিন

   

চীনের সাংহাই’এ শুরু হচ্ছে ৬ মাসের বিশ্ব মেলা

পরজীবীর মত বেঁচে আছি। সবার শ্রম আর ঘামের উপর দখলদারিত্ব করে। আমার মত অসৎ সকলে, যারা উৎপাদন ও শ্রমের সাথে যুক্ত না হয়ে বেঁচে থাকে।

আগামী কাল সাংহাইয়ে বিশ্বমেলার উদ্বোধন হতে যাচ্ছে। সারাবিশ্ব এখন সাংহাই বিশ্বমেলার উদ্বোধনের প্রতীক্ষায় রয়েছে।

বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘের ৪২টি সংস্থাও এবারের সাংহাই বিশ্বমেলায় অংশ নিচ্ছে। http://www.biplobiderkotha.com এবারের বিশ্বমেলার আয়োজক দেশ হিসেবে জেনেভায় চীনের রাষ্ট্রদূত হো ইয়াফেই বিশ্বমেলা ও চীনের সম্পর্ক পর্যালোচনা করেন। তিনি বলেন, ১শ' ৫৯ বছরের আগে লন্ডনে অনুষ্ঠিত প্রথম বিশ্বমেলায় চীনের একজন সাধারণ ব্যবসায়ী কয়েক ব্যাগ সিল্ক নিয়ে অংশ নিয়েছিলেন। তিনি সে বিশ্বমেলায় স্বর্ণপদক লাভ করেছিলেন। সেই সাধারণ ব্যবসায়ীর জন্মস্থান সাংহাইয়ে চীনের প্রথম বিশ্বমেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, শিল্পায়ন ও নগরায়ন প্রক্রিয়া জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, যানজট, পরিবেশ দূষণ, জ্বালানী সম্পদের অভাব ও সাংস্কৃতিক ভেদাভেদসহ শহর-ভিত্তিক বিভিন্ন সমস্যা ক্রমে গুরুতর হচ্ছে। বিভিন্ন দেশ এসব সমস্যা সমাধানের উপায় খুঁজছে। হো ইয়াফেই বলেন, চীন সরকার চেষ্টা করছে চীনা জনগণের সম্মানজনক বসবাস নিশ্চিত করার। বিশ্বমেলা আয়োজনের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা যায়। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, এবারের বিশ্বমেলা মানবজাতির জন্য স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির সম্প্রীতিময় বিশ্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সাংহাই বিশ্বমেলার মাধ্যমে সবুজায়ন উন্নয়ন ত্বরান্বিত হবে। সাংহাই বিশ্বমেলায় নিম্নকার্বন অর্থনীতি, সবুজ অর্থনীতি, নতুন জ্বালানী সম্পদ ও নতুন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ফোরাম অনুষ্ঠিত হবে। এ বিশ্বমেলার মাধ্যমে ২১ শতকে আন্তর্জাতিক সবুজ শহর নির্মাণ ও সবুজ অর্থনীতির উন্নয়ন পদ্ধতি উদ্ভাবন করা যাবে। সূত্র : ওয়েবসাইট ঢাকা নিউজ 24 ডট কম/এএম.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।