ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
মনেরও আকাশে
মেঘেরা ডাকছে,
গুরু গুরু সেই ডাকে
স্মৃতিরা জাগছে।
এখনি হবে বুঝি
ঝুম এক বৃষ্টি,
তলিয়ে যাবে মন
হবে অনাসৃষ্টি।
স্মৃতিরও বোঝাগুলো
ঘাড়ে চেঁপে বসছে,
মন আর হৃদয়ে
ব্যথা পাহাড় ধসছে।
কষ্টেরও ব্যথাতে
মন শুধু কাঁদছে,
কান্নারও সুর যেন
সুর হয়ে বাঁজছে।
কান্নারও সুরেতে
সুর গেল দূরেতে
দুর হতে এল দুখ
যেন এক ফুরুতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।