"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
সুরে সুরে
বেহালার তারে বাজে রাতের ক্রন্দন,
শান্ত দিঘীর জলে তারই মৃদু স্পন্দন।
তানপুরার তারে বাজে বিরহের সুর,
ব্যথাভরা মন নিয়ে আজ সে বহুদূর।
একতারায় মন আজ বাউলর উদাস,
একা একা কেটে যায় বিরহের মাস।
এজ্রাসের সুরে বাজে বিষাদের গান,
তুমি ছাড়া এই আমি ছন্দহীন প্রাণ।
তবলায় বোল তোলা সেই মন আজ,
তোমকেই ভেবে শুধু ভোলে সব কাজ।
কাঁসরের ঘণ্টি আজ বাজেনা কোথাও,
চোখে ভাসে সেই তুমি নেচে চলে যাও।
তালপাতার বাঁশী'ও আর বাজেনা,
মিথ্যে এক রাধা হয়ে কেউ সাজেনা।
নূপুরের রিনিঝিনি তুলে এক রাতে,
বিশ্বাসে হাত দুটি রেখেছিলে হাতে।
সানাইয়ের সুরে যেদিন পর হলে তুমি,
সেইদিন বুঝেনিলাম বেসুরো এই আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।