আমাদের কথা খুঁজে নিন

   

খাওয়া

কবিতা মনের কথা বলে।

সকাল বিকাল সন্ধ্যা শুধুই কেবল খাওয়া, অকারনে মিছে মিছে সময় ব্যয় হওয়া। একটু যদি চিন্তাকর কত সময় নষ্ট কাজের চেয়ে অকাজে ভাই কেন এত ব্যস্ত? খাসী গরু মুরগী খেয়ে বাড়ালে তো ভুড়ি ফাস্ট ফুড আর পানীয় খাও, নেই যে তার জুড়ি। খাওয়া নিয়ে মাথা ব্যাথা করো নাকো আর অধিক খেলে পরে দেহ হয়ে যাবে ভার। অকারনে রোগ ব্যাধি এসে করে বাস, নিজেই করলে ভাই ,আপন সর্বনাষ।

হাতের কাছে যা পাও তাই নিয়ে খাও অধিক খেয়ে পরে খুব সুখ পাও। বেশী বেশী খেয়ে আজ শরীর না চলে কি আর হবে আজ শুধু শুধু বলে। প্রেসার বলো,ডায়াবেটিস বলো, সবার মূলে খাওয়া, থাকতে সময় মুখটা সামলাও,জীবনটাই যে হাওয়া। অধিক হাওয়া খেলে যেমন বেলুন ফুঁটে যায়, তেমনি যারা হয়রে ফেটি, নিজেই নিজের দায়। খাওয়া নিয়ে না ভেবে ভাই ভালো কিছু কর, ধন্য হবে জীবন তোমার, থাকতে সময় ধর।

খেয়েই যত মানুষ মরে,না খেয়ে তা নয়, খাওয়ায় খুশী না হয়ে ভাই কর তাকে ভয়। সুস্হ জীবন পেতে হলে অধিক বর্জন কর, সুখী সুন্দর থাকতে হলে,নতুন জীবন গড়। খাবো খাবো বলে সময় ব্যয় করোনা আর, একবার ভেবে দেখ হলে উপকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।