আমাদের কথা খুঁজে নিন

   

খাওয়া দাওয়া এর কথা



তখন আমি কনো পোস্টে মন্তব্য করতে পারতাম না। কোন একটা পোস্টে দেখলাম ্যে খাওয়া দাওয়া নিয়ে বেপক আলোচনা হচ্ছে। কোথায় কোন খাওয়া ভাল পাওয়া ্যায়। আমার আবার এ বিষয় এ অনেক আগ্রহ। কিন্তু তখন পোস্টে মন্তব্য করতে না পারার কারনে কিছু লিখতে পারি নাই।

আজকে ্যখন লিখতে ্যাব তখন পোস্টে টা হারিয়ে ফেলছি, তাই নতুন করে পোস্ট দিচ্ছি। পোস্ট দিতে গিয়ে সব খাবারের নাম ভুলে ্যাচ্ছি। ্যে গুলা মনে আসতেছে সেই গুলা দিচ্ছি। পরে মনে আসলে বাকি গুলা দিয়ে দিবনে। খুলনা: ১।

হোটেল রয়াল এর ফালুদা । (আমার খাওয়া বেস্ট ফালুদা) ২। নিউ মাকেট্ এর পিছনের চা। (বলার মতন না) ৩। ময়লা পোতা মোর এ বাজার এর উল্টা দিকে একটা ছাপরা দোকানের চাপ।

(আমার কাছে মনে হইছে মুস্তাকিম ফেল) ২/১ টা বাংলা হোটেল আছে। ঐ গুলা এর কথা পরে বলবোনে। বগুরা: ১। হোটেল আকবর আর শ্যমলী এর খাওয়া এর কথা সবাই জানে। ২।

বিহারী কলোনী এর চাপ। ( অনেক মজা) ৩। বগুরা রংপুর রোড এ তেলিপুকুরপাড় নামক একটা জায়গা আছে। ঐ খানের রুটি,গরু এর কালা মাংশ আর বট (ভুরি), না খাইলে বুঝবেন না। সিলেট: ১।

হোটেল নিরাপদ (নতুন রোড দিয়ে ঢুকে একটু সামনে, জায়গা টার নাম এখন মনে আসতেছে না) এ খাইলে আর কথাও না খাইলে চলবে। মাগুরা: ১। মুসলিম হোটেল এর ঘরোয়া খাবার এক কথাএ জোস। আজকে আর লিখতে ইচ্ছা করতেছে না,খুদা লাগছে। পরে ঢাকা আর চাটগাও এর টা দিবনে।

ভাল থাকবেন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।