"Discover a better tomorrow"
বিজয় অভ্র নিয়ে বিতর্কের শেষ নাই। বিতর্কের ভাষা নিচ প্রকৃতির ভাষায় রুপান্তরিত হয়েছে। আমরা এক একজন মনে হয় এই বিষয়ে পন্ডিত হয়ে গেছি। তা না হলে সবাই এটা নিয়ে এতো মাতামাতি করবে কেন? বিষয়টি বাদী বিবাদী দুই জনের। যার বিজয় ভালো লাগে সে বিজয় ব্যবহার করবে।
আর যার অভ্র ভালো লাগে সে অভ্র ব্যবহার করবে। কিন্তু বিষয়টা নিয়ে দেশের একজন গুনী ব্যক্তিকে যেভাবে হেয় করা হচ্ছে তাতে আমরা যে বাঙ্গালী এবং আমরা যে এখনও মানুষ হইনি তাঁরই প্রমাণ পাওয়া যায়। যারা এত সমালোচনা করছেন তারা পারলে একটি সফটওয়ার তৈরি করেন না। অন্যেরটা নিয়ে এতো মাতামাতি কেন? ব্লগটাকে পন্ডিতের পাঠশালা বানিয়ে ফেলছে। অথচ কেউ পন্ডিত হতে পারেনি।
সমালোচনা হোক ইতিবাচক। অশ্লীল শব্দ, বা খারাপ শব্দে সমালোচনা নয়। মানুষকে সম্মান করা আমাদের প্রত্যেকেরই উচিত। এভাবে একজন গুনীকে অসম্মান করলে জাতি হিসেবে আমাদের লজ্জ্বা আমরা কোথায় লুকাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।