আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বিদ্যুৎ চাই, পানি চাই, গ্যাস চাই এবং যুদ্ধাপরাধির বিচার ও চাই

স্বপ্ন বাস্তবায়িত না হলে সে স্বপ্ন দেখার কোন অর্থ থাকে না, আমি এ ধারনার পক্ষে নই। অনেক আগে এ সঙ্গ এ্যান্ড এন এ্যারো নামে একটা কবিতা পড়েছিলাম, আমার বিশাস্ব সেই কবিতার মতো।

আমরা কার্যত ডিজিটাল বিদ্যুৎ ব্যাবস্হআর মধ্যে বাস করছি। এক ঘন্টা আলো একঘন্টা আধার ঠিক ডিজিটাল পদ্ধতিতে বিদ্যুৎ যাওয়া আসা করছে। তাল মিলিয়ে পানিও দিনে একবার আসছে, পদ্ধতিটা ডিজিটাল ই শুধু ডিলে টাইম টা একটু বেশি। আমাদের দুই নেত্রীই নারী তাই রান্না ঘরের কথা আর না বল্লেও আশা করি চলবে। সংগত কারনেই বিদ্যুৎ, পানি এবং গ্যাস এর দাবী আমাদের প্রানের দাবী। আর যুদ্ধাপরাধীর বিচার এর যে দাবী তা আমাদের অস্তিত্তের দাবী। পিতৃ ভূমিতে পিতার খুনিরা ঘুরে বেড়াবে আমরা সন্তানেরা নপংশুক নাকি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.