আমাদের একটা পটেনশিয়াল বদঅভ্যাস আছে , আমরা অনেকেই প্রথমে শোনা কথায় লাফাই, পরে যখন দেখি যে উপায় নাই, পায়ের মাটি সরে গেছে, তখন আমরা যুক্তির কথা শুনিয়ে আত্নরক্ষা করার চেষ্টা করি .অমুকের মুখে বা তমুক পত্রিকায় শুনলাম তো আর কথাই নেই, আমরা ধরে নিই যে কথাটা পরম সত্যি কথা !
শক্তের ভক্ত নরমের যম : কঠিন কোন পাবলিকের কাছে ছক্কা খেলে তখন আমাদের মাথা অনেকক্ষেত্রে ঠিক থাকেনা, হয় কাচুমাচু করে আত্নরক্ষা করি কিংবা মাটি কামড়ে বসে থাকি অথবা শেষপথ: আক্রমণ.
এই ব্যাপারগুলু এখন আমাদের অনেকেরই মজ্জাগত ব্যাপার হয়ে দাড়িয়েছে কারন দীর্ঘদিনের চর্চা আর গোয়ার্তুমি.
বিশেষত যারা (সর্বগ্রাসী) পলিটিক্স করেন তাদের ক্ষেত্রে এই কথা হাড়েহাড়ে ঠিক.
এভাবে মিথ্যার অবলম্বন আমাদের যে মহা সর্বনাশ ডেকে আনছে তাতে কি কোন সন্দেহ আছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।