দেশের জন্য উজাড় করা ভালবাসা
যুক্তির কি শেষ আসে? নৌকা ভর্তি ধান, অতঃপর!!!!!
একটি দলের মার্কা নৌকা, কিন্তু নৌকা যেন নিরাপদে চলতে পারে সেই জন্য তাদের কর্মসূচী অতি নগন্য। আরকেটি দলের মার্কা ধানের শীষ আর তাদের উনিশ দফার অন্যতম দফা হইল খাল কাটা কর্মসূচী। খাল কাটলে নৌকাতো ভাসবেই। আর নৌকা ভাসলে ধান পরিবহনে সুবিধা হবে। অতএব এক দলকে নৌকা চালাতে হবে, অন্য দলকে খাল কাটতে হবে, সেই খাল ধরে নৌকা ভর্তি ধান আমার আপনার ঘরে পৌছে যাবে।
আপনারা চাইলে উক্ত মার্কাগুলোর সাথে অন্য দলের মার্কাগুলোর সম্পর্কও যোগ করতে পারেন। মনের আনন্দে সবাই মিলে উৎসব পার্বণে নেচে গেয়ে দেশটিকে আবার সাজিয়ে তুলব, দেশ হবে ‘আমার সোনার বাংলা’।
শুধু বুঝলনা তারাই যাদের বুঝা দরকার আমার আপনার চাইতে বেশী।
স্বপ্ন দেখব বলেই ঘুমিয়েছি,
আবার ভোরের আলোতে স্নান করব বলেই জেগেছি,
কিন্তু কি হবে তারপর? জেগে রইব না ঘুমিয়েই কাটাব সময়।
জাতির অবস্থা আর আমার অবস্থা একই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।