রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
সব পেতে চাইনা আমি তার মাঝে,
কোকিল ডাকে না তবুও প্রহর সাঁঝে।
সেতারার সুর বাজে না গিটারে,
ঝরণার ঝর ঝর তাল ওঠে না ঝুমুরে।
নদীতে বাঁধ দেয়া সেখানে যে ভুল,
বইয়ের ভাজে রাখা স্মৃতির শুকনো সে ফুল।
হৃদয়ের কান্না ঝরে মন পাথর হয়,
চোখের পানি আমার চোখেই রয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।