আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।
বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল নোংরা খাটে এঁটো বিছানায় শুয়ে শুয়ে ভাবি,
নিস্তরঙ্গ জীবনের পঙ্কিল পথে যুক্তির দাবি কতোখানি?
খাটের নিচে হঠাৎ হঠাৎ ইঁদুরের আগমন,
ভাবনায় এনে দেয় নতুন কিছু রসদ।
ওরা তো বেশ সুখেই আছে নিস্তরঙ্গ জীবন নিয়ে,
বেঁচে থাকাতেই ওদের প্রশান্তি স্বপ্ন কে মুক্তি দিয়ে।
এই যে আমার গ্রীবায় বসা একটি মশা,
রক্ত গেলা তার জীবনের একমাত্র ভাবনা।
ওরা তো বেশ সুখেই আছেই যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে,
অশ্লীল সভ্যতার কর্দমাক্ত পথে পা না বাড়িয়ে।
সময়ের ঘড়ি বাজলেই কেবল যুক্তির প্রহর আসে,
স্বার্থকে অভিবাদন জানিয়ে ধ্বংসের খেলায় মাতে,
মানুষ বড়ই সস্তা ভেজাল নিজেকে নিলামে তোলে,
বোধের বাজারে বিকি কিনি হয় মোটা অর্থের লোভে।
এর চেয়ে বরং মশাই ভালো সাহসী যোদ্ধা,
জীবন বাজী রেখে করে জীবিকার জন্য প্রার্থনা।
যুক্তি -তর্ক পিছনে টানে দর্শন মানি তা,
আজ মানুষ হয়ে জন্ম নেয়াটা শুধুই লজ্জা। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।