আমাদের কথা খুঁজে নিন

   

কি বুইঝা এমন পরীক্ষার রুটিন করলো? ?

জাগো বাংলাদেশ...... জাগো

আমার এইচ এস সি পরীক্ষা চলতেসে। গত পরশু , গত কালকে আর আজকে টানা ৩ টা পরীক্ষা দিলাম। কিন্তু আমার নেক্সট পরীক্ষা মে ২ তারিখে অর্থাৎ ১১ দিন পরে। হিসাববিজ্ঞান পরীক্ষার জন্য কি ১১ দি দরকার নাকি ?? তার থেকে আজকের আর গত কালকের পরীক্ষার আগে ১ দিন ১ দিন করেও বন্ধি দিত তাইলে আরোও ভালো হইতো। যদিও গতকাল কালকে আর আজকে ছিলো সাচিবিক বিদ্যা ১ম পত্র ও সাচিবিক বিদ্যা ২য় পত্র। সহজ সাব্জেক্ট হইলেও বোর্ড পরীক্ষার আগে ১ দিন অন্তত বন্ধ দেওয়া উচিত ছিল। এই তিন দিন অনেক টেনশন গেসে। আমার অনেক বন্ধুই টেনশনে অনেক ভালো প্রিপারেশন নিতে পারে নি। বুঝলাম না বোর্ড কি বুইঝা এই কাম টা করলো ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.