writerrazu.com
জিতু ও কামরান দিনাজপুর গেছে ঘুরতে +কাজ করতে । স্বপ্নপুরী থেকে বের হয়ে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, আমতলি খৃষ্টানপল্লী কতদূর? খৃষ্টানপল্লীর চার্চের ফাদারের কাছে জিতুর কাজ আছে। কাজেই দূর হলেও যেতে হবে। জিতু জিজ্ঞেস করে ওই ভাড়া কত?
রিক্সাওয়ালা ঃ ৮০ টাকা।
জিতু ঃ কম হবে না?
রিক্সাওয়ালা ঃ না
জিতু পাশের অন্য এক রিক্সাওয়ালাকে জিজ্ঞস করলে সে ১০০ টাকা চাইল এবং তার পাশের রিক্সাওয়ালা ১২০ টাকা চাইল।
বাধ্য হয়ে জিতু ও কামরান ৮০ টাকার রিক্সায় উঠল।
১৫ মিনিট রিক্সা চলার পর রিক্সা একটি চার্চের কামনে এসে দাড়ায় । এটাই আমতলী চার্চ। কামরান খেকিয়ে ওঠে এইটুকু জায়গা ৮০ টাকা হয় কিভাবে? রাস্তার পাশে একলোক দাড়িয়ে ছিল, সেও সায় দিল, হ ভাই ৮০ টাকাই ন্যায্য ভাড়া। জিতু-কামরান বুঝল অচেনা এই গ্রামে তর্ক করা বৃথা।
অগত্যা ৮০ টাকা দিয়েই তারা রিক্সাওয়ালকে বিদায় করল।
১ বছর পর:
গ্রামে কাজ খুজে না পেয়ে ঢাকায় চলে আসে দিনাজপুরের ঐ রিক্সাওয়ালা । নিউমার্কেট মোড়ে দাড়ানো।
এক যুবক ঃ ঐ খালি ৩২ নম্বর যাবি?
রিক্সাওয়ালা ঃ ভাই চিনি না।
যুবক ঃ প্রোবলেম নাই, চিনায়ে দিমু, চল ভাড়া ১০ টাকা।
যুবক রিক্সায় ওঠে। (আসলে ঐ রাস্তার ভাড়া হয় ৩০ টাকা)
রিক্সা গন্তব্যে পৌছালে ঐ যুবক তাকে ১০ টাকায় একটি নোট দেয়।
রিক্সাওয়ালা ঃ মামা এত দূর! মাত্র ১০ টাকা দিবেন?
যুবক ঃ ঐ ব্যাটা তুই তো পথই চিনস না। ১০ টাকাই তো বেশী দিছি। যা ভাগ।
রিক্সাওয়ালা চলে আসে। এই যুবকের নাম হল জিতু। রিক্সাওয়ালা বা জিতু কেউ ক্উাকে চিনল না। কিন্তু প্রকৃতি তাদের অজান্তেই তাদের দেনাপাওনা মিটিয়ে দিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।