দেনাই মুক্তি, দেনাই ইশ্বর
আর ইশ্বর সে তো বন্ধু
থাকবে জীবন ভর।
চাইনা আমি যাকে
সে আমায় পিছু ডাকে।
বন্ধু আসে চলে যায়
নীরবতা ভীর জমায়।
দেনা চলে আবিরাম
সে শুধু ডাকে আমায়।
খারাপ ভালো অবশেষে
একটু কাদে একটু হাসে
আর দেনা নাহি হাসে নাহি কাদে।
চলে তার নিজস্ব গতিতে।
দুঃখ চলে যায়
সুখের দেখা দেয়।
এ ভুবনে আমার
দেনাই খরচ দেনাই আয়।
আধার গিয়ে আলো আসে
কঠিন মানুষ ভালোবাসে।
অবশেষে - ভালোবাসা চলে যায়
দেনা থেকে যায়।
মেঘ গিয়ে বৃষ্টি পড়ে
আকাশ থেকে রোদ্র ঝরে
আর দেনা সে মোরে নাহি ছাড়ে।
চাঁদ তারা আলো দেয়
কখনও বা লুকায়।
আর দেনা সে তো অমায়িক
নাহি তার কোনো ক্ষয়
নাই কোন পরাজয়।
অবশেষে মানুষ চলে যায়
দেনা থেকে যায়।
নিয়মেরও নীতি আছে
দেনার কোন নীতি নাই।
দেনা আমি ভাই ভাই।
এখানেই শেষ নয়
দেনাই আমার পরিচয়।
অবশেষে,,,,,
জীবনই দেনা.........।
( স্বরচিত-মাইনুল অপু )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।