শঙ্খপাপ আমার
এই পোস্টটা অসহ্য হয়ে লিখছি। ইদানীং ব্লগে লগিইন করতে বিতৃষ্ণা জাগে। কিন্তু এতো পোস্ট, মিথষ্ক্রিয়া ছেড়ে যেতে বাধে। এই ব্লগিং করতে গিয়ে কতো লোকের সাথে পরিচয়- কতো স্মৃতি!
========================
এই ব্লগের প্রথম থেকে ইতিহাস, আর সেটা বাংলাদেশেরই ইতিহাসের মতো। মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনা লালনকারী সংখ্যাগরিষ্ঠ ব্লগাররা এবং এর বিপরীতে গু আজুম, বাসি মুজা-হিদ এদের মতো বেজন্মা ছাগু ছুপাদের অবস্থান।
না, ব্লগাররা থেমে থাকে নি। মুক্তিযুদ্ধ ও স্বদেশ বিরোধীদের গদাম দেয়ার জন্য সৃষ্টি হয়েছে এটিমের; সাধারণ ব্লগারদের প্রেরণায় এসময় কর্তৃপক্ষ-ও বাধ্য হয়েছে নীতিমালায় অনেক কিছু যোগ করতে। কিন্তু নীতিমালার প্রয়োগ হয় নি- অন্তত স্বচ্ছ ও সুষ্ঠ প্রয়োগ।
ইদানীং ব্লগের অধিকাংশ পোস্ট মাত্রই ছাগু ঘেষা; ২০ টি পোস্ট হলে শতকরা পঞ্চাশ ভাগ হলো কপি-পেস্ট, ছাগুদের লাদানো, ব্যক্তি-আক্রমণ ইত্যাদি। আমরা এই রকম চাই না।
আমরা যেমন একটি সুন্দর বাংলাদেশ চাই তেমনি আমাদের ভার্চুয়াল জগতটাকে-ও রাজাকার ও তাদের উত্তাধিকারমুক্ত স্থান হিসেবে দেখতে চাই।
দাবী জানিয়ে অনেকে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন। অমি রহমান পিয়াল, ছন্নছাড়ার পেন্সিল, এরশাদ বাদশা, শয়তান এরকম আরো অনেকে। যথারীতি কর্তৃপক্ষের উদাসীনতা- ব্লগারের নিরব প্রস্থান।
কিন্তু আমরা এভাবে চলে গেলে তারা ফাঁকা মাঠে গোল করবে।
এই ব্লগটি বাঙলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ- ব্লগ তো কেবল ব্লগ নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের লেখা যাওয়া পাতার পরে পাতা। সেকারণেই আমাদের জিনিস আমাদেরই বুঝে নিতে হবে।
কী করতে পারি আমরা?
১. গালাগালিকে আমরা প্রাধান্য দিবো না। কারণ কিছু ছাগু তাই চায়। তারা আমাদের কৌশলে ফেলে ব্যান করার পায়তারা করে।
ছাগুদের সাথে কথা বা গালাগালিতে যাওয়া মানে নিজের শক্তি ও মেধার অপচয়। আমি তাই বোধ করি। উপেক্ষা করুন, ইগনোর করুন, মাইনাস দিয়ে নিরবে চলে আসুন, রিপোর্ট করুন।
সবসময় প্রায় ৩০ অধিক ব্লগার অনলাইনে থাকেন। এদের মাঝে কি ২০ জন হবে না যারা নিয়মিত মাইনাস করে রিপোর্ট করবে? দেখি কর্তৃপক্ষ কতটুকু মুঝ বুঝে থাকতে পারে।
২. চিহ্নিত ছাগুদের বিরুদ্ধে নীতিমালা অনুসারে ব্যবস্থা নেয়ার কথা বলা, এবং নতুন ছাগুদের চিহ্নিত করা।
৩. পরষ্পরকে সাহায্য করা। আমাদের উচিত ব্যক্তিগতভাবে না চলে সম্মিলিত প্রচেষ্টা করা।
৪. ছাগুদের লাদানো পোস্টের বিপরীতে আমাদের মুক্তিযুদ্ধ, স্বদেশ, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি বিষয়ে নিয়মিত পোস্ট করা। তারা একটা পোস্ট করলে আমরা যেনো ১০ টা পোস্ট করতে পারি অন্তত।
সে যোগ্যতা কি আমাদের নাই? নতুন না লিখতে পারলে আগের পোস্টগুলো অনুমতি নিয়ে পোস্ট করেন। তবু-ও প্রথমপাতায় তারা যেনো আসতে না পারে। [ধন্যবাদ রাগ ইমন]
৫. নিস্পৃহতা বড়ো গুণ। আগেই বলেছি এসব বদমাশদের ইগনোর করলে নিজেরা ঝরে যাবে। মূলত যুদ্ধাপরাধীদের বিচার ও দেশে সহিংসতা ইত্যাদি কারণে ছাগু বেশি দেখা যাচ্ছে।
এরা হিট চায়, ক্যাচাল চায়। উপেক্ষা করেন।
এবং
৬. কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে ছাগু প্রতিকারের জন্য। তারা না করলে আমরা একযোগে অনশনে বা ধর্মঘটে যেতে পারি। কেউ মৌলিক লেখা প্রকাশ করবে না, মন্তব্য করবে না; স্থবির অবস্থা।
এরকম আন্দোলন ব্লগে আগে হয়েছিলো। ফলাফল-ও শুভ ছিলো। এটা হলো আলটিমেইট সিদ্ধান্ত। পারবেন না? কয়েকদিন বা কয়েক সপ্তাহ লগিইন না করলে হিটখোর কর্তৃপক্ষ ঠিকই বুঝবে ব্লগারদের ছাড়া তারা অন্তসারশূন্য।
=================================
কারো কোন সাজেশন বা সুপারিশ থাকলে বলেন।
পোস্টে যোগ করে দেয়া যাবে।
=================================
৭. যারা দেশে আছেন তারা সবাই মিলে সামু অফিসে যেতে পারেন। এই ব্যাপারে স্বপ্নকথকের সাথে কথা বলতে পারেন। [ধন্যবাদ স্বপ্নকথক]
৮. রিপোর্ট করেন। রিপোর্ট টেম্পলেট:
একটি প্রস্তাবিত টেমপ্লেট:
প্রিয় মডারেটর,
আলোচ্য পোস্টে লেখক বাংলাদেশের স্বাধীণতার চেতনা বিরোধী বক্তব্য রেখেছেন।
লেখকের বক্তব্য আমাদের সাধারণ ব্লগারদের ধ্যান-ধারণা বিরোধী এবং সামহোয়ারইনের রুলস ও রেগুলেশনের বিপক্ষে যায়। সামহোয়ারইনে ব্লগিং মানসম্পন্ন রাখার জন্য পোস্টটির ও পোস্টের লেখকের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার অনুরোধ জানাই।
ধন্যবাদ। **
** নিজের মত সাজিয়ে নিতে পারেন। অথবা নিচের টেমপ্লেটটি ইউজ করতে পারেন।
******************************************************************************************************
প্রিয় মডারেটর,
আলোচ্য পোস্টে ছাগুর বক্তব্য নিন্মোক্ত নিয়মের স্পষ্ট লংঘন:
৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
সামহোয়ারইনে ব্লগিং মানসম্পন্ন রাখার জন্য পোস্টটির ও পোস্টের লেখকের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেবার অনুরোধ জানাই।
ধন্যবাদ।
ব্লগার সিষ্টেম ইন্জিনিয়ার -এর কল্যানে পাওয়া।
রিপোর্ট টেম্পলেটের জন্য দেখুন Click This Link জীবনানন্দের ছায়ার অনুমতি না নিয়ে কপি করলাম।
তাকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।