আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি ডলার।



বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজার এখন চীনা পণ্যের দখলে। কিন্তু মার্কিন কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বহুল চীনা বাজারে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউজ এ অবস্থার জন্য ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইয়েনের মূল্য হ্রাসকে দায়ী করেছে। কিন্তু এ অভিযোগের জবাবে চীন বলেছে, মার্কিন পণ্যের চড়া দামের কারণেই সস্তা মূল্যের চীনা পণ্যের সাথে প্রতিযোগিতায় তারা পেরে উঠছে না।

যাই হোক বিশ্লেষকরা আশংকা করছেন, ইয়েনের মূল্য হ্রাসের অভিযোগে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকি, অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী এই দুই দেশের মধ্যে ভয়াবহ বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হচ্ছে চীন, ফলে বেইজিং যদি তার সমস্ত অর্থ যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করে নেয় তাহলে মার্কিন অর্থনীতিতে বিরাট ধ্বস নামবে। তবে এটাও ঠিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য অত্যন্ত লাভজনক মার্কিন বাজার ধরে রাখার প্রয়োজন চীনের রয়েছে। পরস্পরের প্রতি এই নির্ভরশীলতার কারণেই মূলত ‘মার্কিন ডিপার্টমেন্ট অব দ্যা ট্রেজারি' চীনের বিরুদ্ধে উস্কানিমূলক কোন পদক্ষেপ থেকে বিরত রয়েছে। কিন্তু তারপরও ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যকার বাণিজ্য উত্তেজনা হ্রাসে তা কতটুকু ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয়।

-ইন্টারনেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.