মুহাম্মদ ও ছোট শিশু
ঈদগা’র ময়দানে ছোট শিশু পাতে হাত
তার নাকি কেউ নেই কাটে একা দিন রাত
দুখে তার কলিজাটা ফেটে হয় একাকার
ফেটে যায় কলিজাটা রেখে যায় রেখা তার
তাই একা বসে কাঁদে ঈদগা’র এককোনে
কেউ যদি ভালোবেসে কাছে টানে একমনে
চলে যাবে তার কাছে সব দুখ ব্যথা ভুলে
এই আশা বারবার ছোট এই বুকে দুলে।
জগতের নেতা তিনি ঈদগাহে হেঁটে যান
ঈদগাহে এককোনে ছোট এক শিশু পান
ছোট এই শিশুছেলে কেঁদে কেঁদে বলে এই
ভালোবাসা চুমু দিতে তার প্রিয় কেউ নেই
নেতা তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে
তার দুখ ব্যথাগুলো নিজ ব্যথা দিয়ে বুনে
শিশুটির ভেজা চোখ চুমু দিয়ে মুছে দিল
ভালোবাসা দিবে বলে নিজ ঘরে তুলে নিল।
শিশুটিকে কোলে তুলে ঘরে এসে দেয় হাক
কোলে সে এক শিশু দেখে বিবি তার নির্বাক
বিবি তারে ডেকে বলে এই শিশু বলো কার
তাকে যদি দাও তবে চাইনাতো কিছু আর
নেতা হেসে বলে বিবি এই নাও উপহার
ভালোবাসা দিয়ে তুমি মুছে দাও দুখ তার
ঈদগাহে আনন্দ করেছে যে আঞ্জাম
সেই নেতা কে ছিলেন জানো নাকি তাঁর নাম
তাঁর নাম মুহাম্মদ আমাদের নবী যিনি
বিবি ছিলেন আয়েশা জগতের মাতা তিনি।
MOHAMMAD SM. AND THE CHILD
It was Eid-gah,
A child extending his hand
had none to look aftre him
So he had in his heart a great Pain
That had a sign upon his appearnce,
He was shedding tear in a corner of maidan,
sitting alone
Cherishing hope that if any one would
Take him to his house to lull him as own
He would, then, get his sufferings
allready gone.
World-Leader when was going acros the maidan
Happened to see the kid sitting in a corner
Was saying in sobbing tune and manner
`There is none to pat me, love me with affection,'
The Leader heard him with keen attention
And felt his sorrows and pain as his own,
Wiped the tears of the child putting a kiss upon his cheek
And took him to his residence
with paternal care and affection.
He Reached home with the child in Lap
and called out in joy,
Seeing the babe his wife got startled
Asking him, `Tell me whose child is it,
If thou award me that,
I have then no other need,'
The Grear Leader whith a smile said,
`Then take him as The gift,'
Wipe out its all sorrows and sufferings wiht Thine Love
The man who brought joy and mirth in Eid maiden
-Do you know the name of the him?
It's Mohammad sm., The Prophet of ours
Whos spouse is Ayesha [pbuh], The Mother of us; every one.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।