আমাদের কথা খুঁজে নিন

   

শামুক

শব্দশিখা জ্বলে...

আবদুর রব শামুক স্বাপ্নিক প্রাণী, জানে কি করে স্বপ্নকে নিরাপত্তা দিতে হয়। তার মতো আমাদের কোন শক্ত আবরণ নেই। তাই স্বপ্নকে সুরক্ষা করতে পারি না, কখনো। গন্ধম ফলের পাপ নিয়ে থাকি ভ্রমলোক; ইটের অসুখে ম্লান- পতিত গ্রহের অনুগত। এতো কিছু আবিষ্কৃত হলো তবু সিলিকন-প্রাণ পড়ে আছে সংকীর্ণ কোটরে..। প্রতিপাদ্য জীবনযাপন এতো জল্পনা-কল্পনা সব বিগত যৌবন। ঝড়ের পাখির মতো উড়ি জন্ম থেকে মৃত্যু, তবু ছুঁতেও পারি না স্বপ্নভূমি, মহালোক। বিপরীতে, তোমার শম্বুক গতি; ধ্যান আর জ্ঞানে জীবনের পরম সংশয় সরে যায় কোনো এক নবতর নক্ষত্রসন্ধানে। স্বপ্নবিন্দু নয়, আমরা তো ক্যাকটাস ভালোবাসি বেদেনীর মন্ত্রমঞ্জুষায় ভুলে থাকি। ক্ষীণকটি নারীর অধরে অস্ত যায় আমাদের সকল অর্জন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।