আমাদের কথা খুঁজে নিন

   

শামুক



শামুক যেমন গুটিয়ে রাখে নিজের মাঝে, নিজেই থাকে, শক্ত খোলস আবরনে নিজের ছায়া নিজেই ঢাকে তেমনি করে এই আমাকে গুটিয়ে নিলাম। তোর জীবন থেকে। প্রজাপতির রঙীন ডানা মেলবোনা আর, গাংচিলের ঐ শঙ্খডানায় উড়বোনা আর, তোর অসীম অপার রঙধণু রঙ নীলাকাশে আবীর মেখে। অনেক আমায় দুঃখ দিলি এবার নাহয় ভালো থাকিস, তোর ক্ষণিক কাজে, পলক মাঝেও চাইনা আমায় মনে রাখিস। ভালো থাকিস অ-নে-ক বেশী ভালো থাকিস। আমায় ছাড়াই তোর পৃথিবী নতুন পথে, আপন আলোয় যাক সে বেঁকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।