আমাদের কথা খুঁজে নিন

   

শামুক

ব্লগ পড়তে ভালো লাগে।

নগরীর ব্যস্ত কোলাহলে হঠাৎ এক শামুক ক্ষনিকের নীরবতা নামক ছলনায় নিজেকে বিকশিত করল খোলশ হতে বেরিয়ে। সকল সীমাবদ্ধতাকে উপেক্ষা করে এ যেন জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ; সংকীর্ণ জ্ঞানে বিস্তর নতুনত্ব লাভের এক ব্যর্থ প্রয়াস। সকল চাত্তয়া-পাত্তয়া, ভাল-মন্দকে তুচ্ছ করে অজানা মরিচিকার অাশায় সেকি উল্লাস! নতুনত্বের মগ্নতায় ভুলে বসল কিনা, কে জানে কেমন ছিল তার অতীত। পরক্ষনেই অাবার সেই নিয়মতান্ত্রিক অভিশপ্ত কোলাহল। কিন্তু মজার ব্যাপার হলো... কেউ কিছু দেখার অাগেই, কেউ কিছু বোঝার অাগেই, নিজেকে গুটিয়ে নিল শামুকটি খোলশের ভিতরে, তার অাপন ভঙ্গিমায়। জানলনা কেউ কি ছিল তার অভিপ্রায়। অতীত কে ফিরে পাত্তয়ায় তবুত্ত সব ভুলে থাকা, নয়তো ভুলে থাকার ভান করা। মানব জাতির দ্বারা কি সম্ভব???????? হতে পারা কোন এক শামুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।