তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
গতকাল তপ্ত দুপূরে এক বন্ধুর ডাকে খানিক্ষণের জন্য বের হয়েছিলাম অফিসের বাইরে। রাস্তার ওপারে অপেক্ষমান বন্ধুর সাথে দেখা করে ফের যখন অফিসে ফিরছিলাম, ঠিক তখনই লোকটির টার্গেটে পরিণত হলাম। শুধু আমি একাই নই, সঙ্গে রাজপথের আরও অনেক নর-নারী। বাসের যাত্রী না হয়েও অবৈধ পার্কিং-এর মত একটি অনিয়মের সঙ্গে আমিও যুক্ত হয়ে গেলাম নিতান্তই অসতর্কতাবশত।
ভোরবেলা পরিচিত, বন্ধুদের ফোন - তোর ছবি পত্রিকায় ছাপা হয়েছে। টাক মাথার, শ্রী-হীন চেহারা - এমন একজন তুচ্ছ মানুষের ছবি কেন প্রথম আলুর মত সংবাদপত্র প্রকাশ কর েত যােব? বন্ধুরা এিপ্রল ফুল বানােনার েচস্টা করেছনা নােতা?
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।