আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানীরা কেমন হয়?



computer science এ অন্যতম সেরা বিজ্ঞানী Stephen Cook, যাকে complexity theory র জনক বলা হয় (যার সেই algorithm course এর কঠিন cooks theorem "Satisfiability is in P if P = NP" পড়তে পড়তে গলদঘর্ম হয়েছিলাম), তিনি আজ এসেছিলেন department এ একটা seminar দিতে| বিজ্ঞানীরা দেখতে কেমন হয়? আমি একটু আগে এসেছিলাম, তাই দ্রুত সামনের চেয়ারটা দখল করে নিলাম... ভিতরে প্রচন্ড ভীড়| যারা জায়গা পায়নি, তারা floor এই বসে পরল... সেমিনার শুরু হয়ে গেছে... আমি গভীর মন দিয়ে বোঝার চেস্টা করছি... হটাত আবিস্কার করলাম দুই চোখ মেলে রাখতে প্রচন্ড কস্ট হচ্ছে| পুরো lecture হিব্রু মনে হচ্ছে| তন্দ্রা কেটে গেল হটাত একটা slide দেখে| Dr. Cook হাসিমুখে একটা সমস্যা দেখিয়ে বললেন এটা যে solve করতে পারবে তার জন্য রয়েছে $100 পুরস্কার| আড় চোখে তাকিয়ে দেখি আরও অনেকের চোখ ঢুলু ঢুলু| কাউকেই খুব উৎসাহী মনে হল না। এই প্রব্লেম সারা জীবনে সলভ করা যাবে কিনা নিশ্চয়তা নাই, আর প্রাপ্তি মাত্র $100? Dr. Cook তখনও গভীর আগ্রহ নিয়ে lecture চালিয়ে যাচ্ছেন| বিজ্ঞানীরা মনে হয় সবার চেয়ে আলাদা হয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.