আমাদের কথা খুঁজে নিন

   

লীলা

তোমার চোখে মুখে কামনার অভিব্যক্তি ঠোট দুটিতে মৃদু কম্পন শরীর যেন কাঁপছে তুমি গভীর দৃষ্টিতে আমার দিকে চেয়ে তুমার উত্থিত বুক জেগে উঠছে অন্তর্বাস ঠেলে ফুলে শক্ত হয়ে উঠা স্তনবৃন্ত যেন বিদ্রোহ করে আমার হাতের মুষ্ঠিতে পিষ্ট হতে দলিত পদ্ম হয়ে সুতীব্র বাসনায় সর্বনেশে খেলায় তুমি অধির বিচলিত কম্পিত চোখ দুটিতে কামনার আল্পনা সূর্যাস্তের লাল রং তোমার কথা অসংলগ্ন তুমি স্বপ্নের বেড়াজালে আমার প্রশস্ত এ বুকে মুখে ঠোটে আমার কামনার শীর্ষে অজস্র চুম্বনে পাগল পারা আমি তাই দিশেহারা এ যে পাপ নিষিদ্ধ এক খেলা খোলা প্রান্তরে সবুজ দূর্বাঘাসে কৃষ্ণ ভ্রমর রক্ত গোলাপটাতে যেভাবে লীলায় লিপ্ত আমি মানব তোমার রক্তজবায় যত রসের আধার তাতে আমার নেই কোন অধিকার নিষিদ্ধ কামনায় সুখ ক্ষণস্থায়ী পাপিষ্ঠেরা তাই যপে অশান্তির জীবন শোকানলে পুড়ি হয় ছারখার তোমার গলে পরালেম আমি বকুলের মালা সুখের দোলায় দোলে উঠ তুমি ভুলে যেও কামনার কামনাদেবি, সুখের লাগি কর তপস্যা স্রষ্টারে দাও সেবা সৃষ্টিকূলে শান্তি এলে তুমিও হবে ভাগীদার আবার মিলিব মোরা কামনার যৌবনে মরুভূমি তখন সিক্ত হবে অজস্র বর্ষণে সুজলা সুফলা উর্বর তোমার ভূমি দক্ষ কৃষক আমি আর ফসলি জমি তুমি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।