আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষের ধ্বংস লীলা

রাজা
ফুলের নামঃ পপি আমরা সচরাচর একটা ভুল ধারনা নেই যে সব পপি ফুল থেকেই মাদক দ্রব্য তৈরী হয়। আসলে তা না। আবার এই পপি ফুলেরই আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে । যা আমাদের বাগানে শোভা পায়। মাদক দ্রব্য তৈরী হয় এমন একটি আজকে আলোচনা করবো।

নিরীহ দর্শন এই গাছটি একটি মাদক দ্রব্যের গাছ । জীবন বিনাশী এই গাছ আমাদের কাছে বর্জনীয় হোক। পপি থেক আফিম বা অপিয়াম তৈরী হয়। যা মরফিন ডেরেভেটিভ। বৈজ্ঞানিক নামঃ Papaver somniferum Family: Papaveraceae (poppy family) স্থানীয় নামঃ আফিম/ Opium poppy চারা গাছ বড় হচ্ছে ফুল এবং ফল আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে ফল যখন পরিপক্ক হয় তখন ব্লেড দিয়ে ফলে গায়ে গভীর করে আচর দেওয়া হয়।

ফলে ৫ থেক ছয় ঘন্টা পড় এর ফল থেক কষ বের হয়। এবং চাষীরা তা সংগ্রহ করে এটাই হলো Raw Opium . এর পর বিভিন্ন রাসয়নিক প্রক্রিয়ায় অন্যান্য ডেরেভেটিভ বানানো হয়। আফিমের নেশায় বুঁদ মাদক কে না বলুন এই পপি ফুলেরই আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে । য়া আমাদের বাগানে শোভা পায়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।