আমাদের কথা খুঁজে নিন

   

‘গাড়ি ছিনতাইয়ের নেতৃত্বে ডিবি পুলিশ’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নায়েক হেমায়েত উদ্দিনের সহযোগিতায় প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য গাড়ি ছিনতাই করে সংঘবদ্ধ একটি চক্র।
সাভার মডেল থানার এসআই সাজ্জাদ রোমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেমায়েত ও তার সহযোগী কবির হোসেনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য দিয়েছেন।
গত ১৬ মে রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েন এই দু’জন। বুধবার তাদেরকে তিন দিনের হেফাজতে পায় পুলিশ।
এসআই সাজ্জাদ জানান, হেমায়েতের ছিনতাইকারী চক্রে চারজন সদস্য। ডিবির এই নায়েক পুলিশের পোশাক পরে মহাসড়কে সিগনাল দিয়ে গাড়ি থামায় আর অন্যরা চালকের ওপর হামলা করে গাড়িটি নিয়ে যায়।
“তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে আমিন বাজার এলাকার একটি পেট্রোল পাম্প থেকে ১৬ মে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।”
এ চক্রের সদস্য দুলাল হোসেনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেনারপাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক সদস্য হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.