বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আমি জাদুকর হিসেবে ডেভিড কপার ফিল্ডের একজন ভক্ত । তার জাদু আমাদের মুগ্ধ করে । তবে সব জাদুর মধ্যে কিন্তু একটা ট্রিক্স থাকে । কিন্তু এই জাদুকর এর ট্রিক্স এর বেলায় কোন সমাধানে আমি পৌছতে পারি নাই ।
তাই বিখ্যাত জাদুর খেলার মধ্যে অন্যতম হচ্ছে চীনের দেয়াল বেধ করা ।
যা অকল্পনীয় ।
যা দেখেও বিশ্বাস হয় না ।
আরও একটা আছে David Copperfield - Death Saw
যা দেখে সাধারণ মানুষও হার্ট ফেল করতে পারে ।
আরও একটা মজার আছে
যেখানে ডেভিড কপার ফিন্ড উড়ে বেড়ায়, মাঝে একজন দশর্ককেও সাথে নেয়
এছাড়া আরও অনেক আছে যা ইউটিউব সহ বিভিন্ন ওয়েব সাইটে পাওয়া যাবে ।
আমি ছোটকাল থেকে সব সময় জাদু দেখার জন্য পাগল ছিলাম ।
কিছুটা অলৌকিক লাগত । কিন্তু যখন থেকে বুঝতে পারলাম এগুলো শুধু চোখের ধোকাঁ তখন থেকে দেখালেও বিশ্বাস করতাম না । মনে করতাম এর পিছনে নিশ্চয়ই কোন ব্যাপার আছে । চাইলে সব মানুষই করতে পারবে । শুধু দরকার অভিজ্ঞতা আর প্র্যাকটিস ।
কিন্তু ডেভিড কপার ফিল্ডের জাদুর কোন ট্রিক্সই আমার চোখে কিংবা মনে ধরা পড়ছে না ।
কিন্তু অনেকের কাছে শুনেছি ও পড়েছি জাদু হারাম । হ্যাঁ একসময় মানুষ গনতে পারত । কিংবা জাদু দেখাতে পারত তবে মহানবী (সা এর জন্মের পর নাকি নিষিদ্ধ হয়ে যায় । আর জাদু দেখানোও কুফরি কালাম এর শামিল ।
এই জাদু যদি মনোরঞ্জনের উদ্দ্যেশে হয় তাহলে ঠিক আছে । কিন্তু যেভাবে ডেভিড সাহেব তার খেলা দেখালেন তাতে মনে হচ্ছে না এটা ট্রিক্স এর সাহায্যে সম্ভব । মনে হয় তিনি ডাকিনি চর্চা(ভুডো) কিংবা কিছু একটা করেন যার সহায়তায় এসব কিছু হয় । হয়ত শয়তানের সহায়তায় ! কারণ আমি আস্তিক তাই জ্বীন, শয়তান এ আমার বিশ্বাস আছে । অনেকের নাও থাকতে পারে ।
তবে নিশ্চয়ই অলৌকিক কিছু একটা আছে যা ডেভিড সাহেব কখনই প্রকাশ করেন নি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।