বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ ডেভিড কোরেশ । স্বঘোষিত এক মার্কিন কাল্ট লিডার। ডুমস ডে বা মহাপ্রলয় নিয়ে যিনি আচ্ছন্ন ছিলেন; অবশেষে অগ্নিকান্ডে নিজের এবং তার সম্প্রদায়ের ধ্বংস ডেনে এনেছিলেন।
দীর্ঘকালীন অবরোধের সময় এফবিআইয়ের সঙ্গে সংঘর্ষে ডেভিড কোরেশসহ কাল্টের ৭৬ জন নারীপুরুষ ও শিশু আগুনে পুড়ে মারা যায়। ডেভিড কোরেশ কারও কাছে জেসাস ক্রাইস্ট, কারও কাছে খ্রিষ্টীয় ধারণার বিকৃত প্রতিচ্ছবি; পাপীদের ক্ষমা করার বদলে কোরেশ প্রায়ই শিশুদের ওপর নির্যাতন চালাতেন। এমন কী ৮ মাসের শিশুকেও রক্তাক্ত না হওয়া পর্যন্ত মারতেন। প্রলোভন ত্যাগ করার বদলে হারেমে ১৯ জন স্ত্রীর সান্নিধ্য উপভোগ করতেন। যৌনসর্ম্পক ছিল ১২/১৩ বছরের বালিকার সঙ্গে ... শান্তির এই বরপুত্র সব সময় নাইন এমএম পিস্তল রাখতেন সঙ্গে ... রাখতেন ভয়ঙ্কর দাহ্য পদার্থ।
এসব সত্ত্বেও ছিল কয়েক ’শ আবেগপ্রবন ভক্তকূল । যারা বিশ্বাস করত ... স্বর্গে যাওয়ার পথ হল নরকের ভিতর দিয়ে ....
Click This Link
তবে অনেকের মতে ডেভিড কোরেশ এবং তাঁর কাল্টের ওপর এফবিআইয়ের আক্রমন করার উচিৎ হয়নি। কারণ তাদের অস্ত্রশস্ত্র ছিল বৈধ । এসব কারণে ডেভিড কোরেশ আজও এক বিতর্কিত কাল্ট লিডার রয়ে গেছেন ...
ডেভিড কোরেশ সর্ম্পকে একজন লেখক লিখেছেন:
High school dropout, rock musician, polygamist preacher -- built his church on a simple message: "If the Bible is true, then I'm Christ." It was enough to draw more than a hundred people to join him at an armed fortress near Waco, Texas, to await the end of the world
Click This Link
ডেভিড কোরেশ । ট্র্যাজিডির নায়ক ...
ডেভিড কোরেশ -এর জন্ম টেক্সাস-এর হিউষ্টনে; ১৯৫৯ সালের ১৭ অগস্ট ।
পারিবারিক নাম ছিল-ভারনন ওয়াইনে হোওয়েল। মায়ের নাম বনি সু ক্লার্ক। ছেলের জন্মের সময় তার বয়স ছিল পনেরো; ছিলেন সিঙ্গেল মাদার। এসব কারণেই কি কোরেশ ছেলেবেলায় নিঃসঙ্গ ছিলেন? বন্ধুরা টিজ করত। ডিজলেক্সিয়ার কারণে পড়াশোনায় সমস্যা ছিল ।
স্কুলে তেমন সুবিধা হয়নি। তবে ভালো লাগত মিউজিক। আর বাইবেল। বাইবেল প্রায় মুখস্তই ছিল। ২২ বছর বয়েসে অ্যাফেয়ার হয় ১৫ বছর বয়েসি একটি মেয়ের সঙ্গে।
মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল। ওই সময়ে সেভেন্থ ডে অ্যাডভেন্টিষ্টস চার্চে যোগ দেয় কোরেশ। যাজকের মেয়ের প্রেমে পড়ে। মেয়েটিকে বিয়ে করতে চাইলে চার্চ থেকে তাকে বহিস্কার করা হয়।
http://en.wikipedia.org/wiki/David_Koresh
অগত্যা রক স্টার হওয়ার জন্য হলিউড গমন।
তবে তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল ...
ডেভিড কোরেশ এর মা বনি সু ক্লার্ক। ইনি সেভেন্থ ডে অ্যাডভেন্টিষ্টস নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী ছিলেন । এরা নিরামিষ খেত, আর শনিবারকে বিশ্রাম দিন বা সাবাথ মনে করত। আর বিশ্বাস করত পৃথিবীতে যিশু খ্রিস্টর আগমন আসন্ন ...
১৯৮১ সাল। ডেভিড কোরেশ টেক্সাসের ওয়াকো এলেন ।
তারপর সেখান থেকে গেলেন নয় মাইল উত্তর- পূর্বে এলক শহরের মাউন্ট কারমেল-এ। সেখানে ব্রাঞ্চ ডেভিডিয়ান নামে একটি ধর্মগোষ্ঠীর একটা র্যাঞ্চে ছিল। ১৯৪২ সালে সেভেন্থ ডে অ্যাডভেন্টিষ্ট চার্চ ভেঙে ব্রাঞ্চ ডেভিডিয়ান গড়ে ওঠে। ব্রিদ্রোহীর নাম ছিল ভিক্তর হুউটেফ। তিনি বিশ্বাস করতেন যিশুর প্রর্ত্যাবতন কেবলমাত্র তখনই ঘটবে যখন খ্রিস্টানদের ক্ষুদ্র একটি দল পরিশুদ্ধতা লাভ করবে।
| He believed that he was a messenger sent by God to conduct this cleansing.
মার্কিন যুক্তরাষ্টের মানচিত্রের ওয়াকো।
নতুন বাইবেল বা নিউ টেস্টামেন্টের শেষ অধ্যায়ে রয়েছে ‘দ্য বুক অভ রেভেলেশন’। এই অধ্যায়ে সাতটি প্রতীক রয়েছে, যা বাইবেল পন্ডিতদের ধাঁধায় ফেলেছে। খ্রিস্টান এসকটলজি বা খ্রিষ্টীয় পরলোকতত্ত্বে এই প্রতীকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতীক গুলি একটি রসহ্যময় পান্ডুলিপি তে যা সাতটি সিল দিয়ে সংরক্ষিত।
ভিক্তর হুউটেফ- এর প্রথম কাজ সাতটি প্রতীকে গুপ্ত রহস্য ভেদ করা। অনেকের মতে এই প্রতীক যিশুর পৃথিবীতে প্রত্যাবর্তন এবং মহাপ্রলয়ের ইঙ্গিত । ভিক্তর হুউটেফ দ্বিতীয় কাজ ছিল ছোট একটি খ্রিষ্টান গোষ্ঠীকে বিশুদ্ধ করা, যেন যিশুর জেরুজালেমে প্রত্যাবর্তন সুগম হয়। তিনি বিশ্বাস করতেন ... মহপ্রলয়ে যখন ব্যবিলনের পতন হবে ...তখন ‘কিংডম অভ ডেভিড’- এর রাজত্ব প্রতিষ্ঠা হবে।
মাউন্ট কারমেল-এ ব্রাঞ্চ ডেভিডিয়ান।
ব্রাঞ্চ ডেভিডিয়ান শুধু ব্রাঞ্চ নামেই পরিচিত
ভিক্তর হুউটেফ ১১ জন অনুসারি নিয়ে ১৯৩৫ সালে ওয়াকোর কাছে মাউন্ট কারমেলে ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেন। তিনি দলটিকে বলতেন ‘সেপারডর্স রোড’ বা মেষপালকের পথ। সে যাই হোক। সেভেন সিলস ছিল ব্রাঞ্চ ডেভিডিয়ানদের একটি গুরুর্ত্বপূর্ণ বিষয়। জন অভ প্যাটমস তাঁর যিশু খ্রিস্টের প্রত্যাদেশে একটা বই দেখেছিল।
সে বইয়ে সাতটি প্রতীক ছিল। The Seven Seals is a phrase in the Book of Revelation that refers to seven symbolic seals that secure the book or scroll, that John of Patmos saw in his Revelation of Jesus Christ. The opening of the seals of the Apocalyptic document occurs in Revelation Chapters 5-8. In John's vision, the only one worthy to open the book is referred to as both the "Lion of Judah" and the "Lamb having seven horns and seven eyes".[5:5-6]
Click This Link
সাতটি প্রতীক হল:
Seal Opening Symbols
First White horse Bow, crown
Second Red horse Great sword
Third Black horse Balances
Fourth Pale horse Death
Fifth Souls of martyrs White robes
Sixth Great earthquake Darkness
Seventh Seven angels Seven trumpets
সেভেন সিলস
১৯৮১ সালের যে সময়টায় ডেভিড কোরেশ টেক্সাসের ওয়াকো পৌঁছলেন । সে সময় ব্রাঞ্চ ডেভিডিয়ান দের নেতৃত্ব দিচ্ছিলেন ৭৬ বছর বয়েসি এক নারী। নাম: লইস রডেন। লইস রডেন নিজেকে প্রোফেট দাবি করেছিলেন।
সেই যাই হোক। কোরেশ ক্রমশ ব্রাঞ্চে নিজের জায়গা করে নেয়। রডেন এর সঙ্গে শারীরিক সর্ম্পক তৈরি হয়। কোরেশ দাবি করেন যে গড হ্যাড চোজেন হিম টু ফাদার আ চাইল্ড উইথ হার, হু উড বি দ্য চোজেন ওয়ান। উনিশ শো তিরাশি সালে রডেন ব্রাঞ্চে কোরেশকে নিজের ধর্মমত প্রচার করার অনুমতি দেন।
এতে দলে বির্তক সৃষ্টি হয়। কেননা, রডেন- এর পর নেতা হওয়া কথা ছেলে জর্জ রডেন- এর । অনেকের কাছেই কোরেশ কে ভাঁড় ও ভুঁইফোর বলে মনে হয়।
লইস রডেন। ধর্মের নারীবাদী ব্যাখ্যা করে বলতেন যে, ঈশ্বর হলেন নারী।
বাইবেলে এ ধরনের রেফারেন্স নাকি রয়েছে। অনেকেই তার কথা বিশ্বাস করে নি অবশ্য ...
তবে কোরেশ এর ব্যবহারে কথাবার্তায় ব্রাঞ্চের অনেকেই মুগ্ধ, বশীভূত। কেননা সবাই মুক্তির উপায় খুঁজছিল। জীবনে এত হতাশা আর অপ্রাপ্তি! সেই সময়ের অনেক ব্রাঞ্চ ডেভিডিয়ান পরবর্তীকালে বলেছেন:: 'We're listening to him. He has a message. ব্রাঞ্চের সদস্যরা বিশ্বাস করত ... গড উইল ওলয়েজ সেন্ড দেম আ প্রোফেট টু হেল্প গাইড দেম এসপেশ্যালি ইন দ্য “লাস্ট ডেইজ” বিকজ দে ফিল দে আর গড’স চোজেন পিওপল ফর দ্য ডেইজ প্রিওর টু দ্য এন্ড অভ দ্য ওয়ার্ল্ড।
আর এই প্রোফেট তো কোরেশও হতে পারে ...
ধর্মীয় জিগিরের মধ্যেও কোরেশ গানটা অব্যাহত রেখেছিলেন ...
১৯৮০ সালের মাঝামাঝি কোরেশ ইজরাইল যান নিয়ে।
সঙ্গে ব্রাঞ্চের কিছু সদস্য ছিল। ফিরে এলেন স্বর্গীয় প্রত্যাদেশ নিয়ে। দাবি করলেন যে তিনি ‘বুক অভ রেভেলেশন’ এর সেভেন সিল- এর রহস্য উদঘাটন করেছেন। The seven seals contained secret information known only to God until the Lamb was found worthy to open the scrolls and to look on the contents. What is contained therein was only for the eyes of the Lamb. http://www.revelation-today.com/Seals.htm
ব্রাঞ্চে কোরেশের প্রভাব বাড়তে থাকে। ১৯৯০ সালে পারিবারিক ভারনন ওয়াইনে হোওয়েল নাম বদলে রাখলেন: ডেভিড কোরেশ।
কোরেশ সাইরাস। প্রাচীন পারস্যের (ইরান) সম্রাট যিনি ব্যাবিলনের বন্দিদশা থেকে ইহদিদের মাতৃভূমিতে ফিরে যেতে অনুমতি দিয়েছিলেন।
কোরেশ এর নিজস্ব ধর্মীয় দর্শন ছিল। একে তিনি ‘নিউ লাইট ম্যাসেজ’ বলে অবহিত করেছিলেন। আসলে এটি যৌন সর্ম্পকের একটি ধরণ।
কোরেশ অবশ্য ‘আধ্যাত্বিক বিবাহ’ বলেছেন।
কোরেশ ব্রাঞ্চের যে কোনও নারী সদস্যের সঙ্গে শারীরিকভাবে মিলিত হতে পারত। কোরেশ এর মতে এটা ছিল ঈশ্বরের নির্দেশ। তার সয্যাসঙ্গীনির তালিকায় অপ্রাপ্তবয়স বালিকা কিংবা বিবাহিতা নারীও ছিল । কোরশে পুরুষদের কৌমার্যব্রত পালন করতে নির্দেশ দিয়েছিলেন।
তার ওপর বিশ্বাসের প্রমাণ হিসেবে এটা করতে বলা হয়। ধর্মগুরুর আদেশ মেনে নিতে না পারায় অনেকেই কাল্ট ছেড়ে দেয়। তারা বাইরে রটায় কোরেশ তার সয্যাসঙ্গীনির তালিকায় যৌনসর্ম্পক ছিল ১২/১৩ বছরের বালিকার সঙ্গে যৌন সর্ম্পকের কথা ।
কোরেশ নাকি একবার বলেছিলেন হি কুড হ্যাভ -সুপারস্টার সিঙ্গার ম্যাডোনা।
কোরেশ আরও বলেন ঈশ্বর নাকি কোরেশকে ‘আর্মি অভ গড’ প্রতিষ্ঠা করতে বলেছে।
কারণ জগতের শেষ ঘনিয়ে আসছে। এ সময় অবিশ্বাসীরা বিচ্ছিন্ন হয়ে যাবে, কেবল ব্রাঞ্চ ডেভিডিয়ান স্বর্গে যাবে, তবে নরকের ভিতর দিয়ে। So they began ordering weapons, and preparing. দি ইউনাইটেড স্টেটস বিউরো অভ অ্যালকোহল টোব্যাকো অ্যান্ড ফায়ারআমর্স (এটিএফ) ব্রাঞ্চের ওপর নজর রাখছিল। অস্ত্রশস্ত্র জোগার ভালোচোখে দেখেনি তারা। যৌনসর্ম্পক ছিল ১২/১৩ বছরের বালিকার সঙ্গে থাকার ব্যাপারটি ভালো চোখে দেখেনি তারা, বিষয়টি কেবল অনৈতিকই নয়, এটি স্থানীয় বিধানে অবৈধ ।
এসব কারণে টেক্সাসের সমাজের মূলধারায় ব্রাঞ্চের বিরুদ্ধে ঘৃনার উদ্রেক হয়ে ছিল ...
ওয়াকো অগ্নিকান্ড নিয়ে প্রচুর বই লেখা হয়েছে
১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাস। সে সময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ২৮ তারিখ। দি ইউনাইটেড স্টেটস বিউরো অভ অ্যালকোহল টোবাকো অ্যান্ড ফায়ারআমর্স (এটিএফ) এর সদস্যরা একদল মিডিয়াকর্মীদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট নিয়ে ব্রাঞ্চের র্যাঞ্চে যায়। ওই সময় ভিতর থেকে গুলি বর্ষণ করা হয়।
দুই ঘন্টা গোলাগুলি অব্যাহত থাকে। এ সময় চারজন এজেন্ট এবং ছয়জন ব্রাঞ্চ ডেভিডিয়ান নিহত হয়। এরপর এফবিআই (ফেডারেল বিউরো অভ ইনভেস্টিগেশন) র্যাঞ্চ অবরোধ করে। অবরোধ একটানা ৫০ দিন চলে । এক পর্যায়ে ডেলটা ফোর্স ট্যাঙ্ক নিয়ে র্যাঞ্চে প্রবেশ করে।
দ্বিতীয় অ্যাটাকের সময় আগুন। ডেভিড কোরেশসহ ৭৬ জন নারীপুরুষ ও শিশু নিহত হয়। ওয়াকো অবরোধ শেষ হয় ৫১ দিন পর এপ্রিল ১৯।
আগুন
এফবিআইয়ের দাবি অগ্নিকান্ডের জন্য কোরেশ দায়ি। অনেকে এটা বিশ্বাস করে না।
কেননা ব্রাঞ্চ সদস্যদের অস্ত্রশস্ত্র ছিল বৈধ। স্থানীয় শেরিফ তদন্ত শেষে কোনও ব্রাঞ্চের বিরুদ্ধে কোনও অভিযোগ পায়নি। ব্রাঞ্চ সদস্যরা আইন মেনে চলা আমিরিকান নাগরিক। ...| ... even if they thought differently to most other folks. They trusted the U.S. Constitution to ensure their political rights, but they were murdered by agents acting under the authority of the U.S. government. এটাই অনেকের মত ...তবে শিশু নির্যাতন সর্ম্পকের এদের মত পেলে ভালো হত ...
দ্য সেভেন সিল।
ব্রাঞ্চ বিশ্বাস করে ঈশ্বর জগতে প্রত্যাদেশ পাঠান।
একজন যিশু অন্যটি হল সময়ের শেষ (দি এন্ড অভ টাইম) ... কোনও এক পবিত্র মেষ সময়ের শেষে দ্য সেভেন সিলস ব্যাখ্যা করতে সমর্থ হবে। এ কারণেই বলা হয়েছে যে ... ব্রাঞ্চ ডেভিডিয়ান বিলিভ দ্যাট দ্য ইউ এস গভনমেন্ট কিল্ড দ্য সন অভ গড বিকজ ডেভিড কোরেশ ওয়াজ বিলিভড টু বি দ্য সেকেন্ড মেশিয়া বিকজ হি ওয়াজ অ্যাবল টু এক্সপ্লেইন দ্য সেভেন সিলস।
ব্রাঞ্চ ডেভিডিয়ান কম্পাউন্ডে ডেলটা ফোর্সের অ্যাকশন । ক্ষুদ্র এক ধর্মসম্প্রদায়ের ধ্বংসের জন্য ট্যাঙ্ক নামানোর বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।
আজকাল অনেকেই ডেভিড কোরেশ এবং ব্রাঞ্চের পক্ষ নিয়ে লেখালেখি করছেন।
যেমন অ্যান্থনি গ্রেগরি জে.এন লিখেছেন ... Koresh wasn't an unstable egotist who sought solace and validation in any oddball religion that came down the pike. He was born and raised a Davidian, a religion whose origins stretch back to 1934. Far from a Jim Jones figure with a fly-by-night theology, Koresh was a seemingly devout man with a lifelong understanding of the Biblical scriptures, and his followers appreciated that. This clearly symbolized how we live under a de facto executive dictatorship.
http://nstarzone.com/WACO1.html
ডেভিড কোরেশ কে টেক্সাসের টেইলার- এর মেরোরিয়ার পার্ক সেমিট্রিতে সমাহিত করা হয় ...
ছবি। ইন্টারনেট।
তথ্যসূত্র।
http://www.watchman.org/cults/reformer.htm
Click This Link
http://www.pbs.org/wgbh/pages/frontline/waco/
Click This Link
http://en.wikipedia.org/wiki/Waco_siege
http://topics.time.com/david-koresh/
http://nstarzone.com/WACO1.html
http://www.conservapedia.com/Branch_Davidians
http://www.serendipity.li/waco.html ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।