মাহবুব লীলেন
তাকে জানাবি না আমার এই ক্ষয় এই নরক নিবাস
জানাবি না হজম ক্ষমতাহীন আমি
শিশুর মতো চিৎকার করি সারাদিন
আমার চোখে ছিদ্র; অবিরাম বৃষ্টি ঝরাই আমি ইদানীং
সে থাকুক যেমন ছিল তার চেয়ে ভালো
রাস্তার মুখে গেট- বারান্দায় কলাপসিবল- দরজায় লক
থাক। আমি এখানেই থাকি
ঢেকুরে যদি মাংস পঁচা গন্ধ বেরোয়
কিংবা অসহ্য লাগে ঘসা চামড়ার লালচে কায়া
তুই ঘুরে আয়; বাইরে হয়তো বাতাস ভালো
হয়তো আজ পূর্ণিমা হতে পারে
এমন কি ভ্যাঁপসা গরম অথবা অমাবস্যা অথবা যে কোনো কিছু
তাওতো ভালো
থাক
এখানেই থাকি
এখানেই দরিদ্র কবর দিস বুক খুলে তোর
তার সোনালি মাটি যেন আর না মাড়াই আমি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।