আমাদের কথা খুঁজে নিন

   

কে মিথ্যুক? বাণিজ্যমন্ত্রী না রিক্সাওয়ালা?

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
আজকে দুপুরে বাসায় পিরছিলাম। যে রিক্সা ভাড়া ১০ টাকা সে ভাড়া ১৫ টাকা চাওয়ায় এক রিক্সাওয়ালাকে বকা দিলাম, বললাম ৮ থেকে ১০ টাকা হলো এখন ১২ টাকা হতে পারে, ১৫ টাকা কেনো? তারপর ১২ টাকায় রাজি হলো। উঠলাম রিক্সায় সে বললো, জিজ্ঙাস করলেন ১৫ টাকা কেনো চাইলাম উত্তর শুনবেন। বলা শুরু করলো গতকাল ১ কেজি মোটা চাউল কিনলাম ৩০ টাকায়।

সব জিনিসের দাম যেভাবে বাড়ছে বাবা কি করবো বলেন? কিভাবে পোষবে বলেন? আমি বাজার করিনা তাই জানিনা চাল ডালের দাম, মাঝে মাঝে পেপারে দেখি। তো বাসায় এসে টিভিতে দেখলাম ফারুক সাহেব বাজার পরিদর্শনে গিয়েছেন। সাক্ষাৎকারে বলেছিলেন কই বাজারতো স্বাভাবিক,মোটা চাল ২৪ টাকায় বিক্রি হচ্ছে, সাংবাদিকদেরকে বললেন আপনারাও দেখলেন কোন কিছুর দাম বাড়েনি। তখন আমি রিক্সাওয়ালাকে মিথ্যুক ভাবছিলাম। যা হোক পরে আমি ২ জন দোকানদারকে জিগ্ঙাস করলাম, মোটা চাল কতো বিক্রি করেন? দোকানদার বললো ৩০-৩১ টাকা।

তারপর বুঝলাম রিক্সাওয়ালাই সত্যবাদী, ঐ হারামী ফারুক মিথ্যাবাদী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।