আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যুক দের মিথ্যা ধরতে চান? (১০ টি বৈজ্ঞানিক পদ্ধতি)

জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com

১. প্রথমেই খেয়াল করুন তার বডি ল্যাঙ্গুয়েজ। যিনি মিথ্যা বলবেন তার বডি ল্যাঙ্গুয়েজ আর একজন সত্যবাদী লোকের বডি ল্যাঙ্গুয়েজ কখনোই এক হবেনা । মিথ্যা বলার সময়ে কিছুটা শক্ত হয়ে যাবে সে ।

হাতের মুভমেন্টও কমে আসবে অনেকটাই । মোট কথা স্বতঃস্ফূর্ত ভাব কমে আসবে অনেকটাই। ২. যিনি মিথ্যা বলছেন বা বলবেন তিনি প্রথমেই সরাসরি চোখের দিকে তাকাবেন না । মিথ্যা কথা চোখের দিকে তাকিয়ে বলতে পারেন এমন মানুষ খুব কমই আছেন । মানুষ মিথ্যা কথাটাই বেশী গুছিয়ে আর সুন্দর করে বলে থাকে স্বাভাবিক সময়ের চাইতে।

মিথ্যা কথার ভূমিকা অপ্রয়োজনীয়ভাবেই দীর্ঘ হয়ে থাকে। ৩. অনেকেই মিথ্যা বলার সময় ঘামতেশুরু করবেন। কেউ কেউ দেখাবেন অস্থিরতা । কেউ হয়তো মাথাবা কানের পেছনে চুলকাতে পারেন। তবে খোলা হাতে বুকের উপরে রাখবেনা সে ।

মানুষের শারীরিক রিফ্লেক্স এমনভাবে তৈরি যে নিজের অজান্তেই নিজের শরীর বেশ কিছু ক্লু দিয়ে দেয় অসেচতন ভাবেই সত্য মিথ্যার ব্যাপারে । ৪. যখন কেউ মিথ্যা বলবে তখন তার আবেগের সময় ও সময়কাল সাধারনের থেকে কমবেশি হতে পারে । আবেগের অবস্থান সাধারনের থেকে বেশি সময়স্থায়ী হলে এবং হঠাৎ করেই এই আবেগ শেষ হয়ে গেলে বুঝতে হবে ব্যক্তিটির কথা মিথ্যা হবার সম্ভাবনা বেশি । ৫. সেই সাথে আবেগের প্রকাশও সময়ের গড়মিলও হতে পারে । যেমন কেউ যদি কোন উপহার পাবার পরে বলেনযে তিনি খুব খুশি হয়েছেন এবং তারপর হাসেন, তাহলে ধরে নিন ব্যক্তিটির মিথ্যা বলার সম্ভাবনা প্রবল ।

কেননা খুশি হলে প্রথমে তিনি হাসবেন, তারপর বলবেন । অর্থাৎ কেউ কিছু বললেতার সাথে যদি আবেগের মিল না থাকে তবে ধরে নিতে পারেন যে তিনি মিথ্যা বলছেন । যেমন কেউ যদি বলে যে সে আপনাকে ভালবাসেকিন্তু কথার সাথে সাথে সেই ভালবাসার প্রকাশটা নেই, তবে তিনি অবশ্যই মিথ্যা বলছেন বলে ধরে নিতে হবে । এছাড়াও কেউ যখন মিথ্যা বলে থাকেন তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন থাকে সীমিত । সত্যি কথা বলার সময়ে যেমন কথাটি চোখ-কপাল-গালের সাথে সমন্বয় করে বলা হয়, মিথ্যা বলারসময়ে এমনটা হয়না ।

৬. যিনি মিথ্যা বলছেন তিনি সাধারনত ডিফেন্সিভ মুডে থাকেন । কথায় কথায় রেগে যেতে পারেন, অনেকে ঝগড়াও করতে পারেন যেখানে একজন সত্যবাদী ব্যাক্তি শান্ত থাকবেন কথা বলার সময়ে । ৭. যিনি মিথ্যা বলছেন তিনি সাধারণত প্রশ্নকর্তাকে ভয় পেয়ে থাকেন । কারন প্রশ্নকর্তা বেশি প্রশ্ন করলে তার মিথ্যা ফাঁস হয়ে যাবার একটা ভয় থাকবে সবসময় । তাই বেশিরভাগ সময়ে সে সরাসরি উত্তর দেয়ার চাইতে সেখানথেকে সরে যেতে চেষ্টা করবে।

৮. যিনি মিথ্যা বলছেন তার সাধারন কথারসুর ও মিথ্যা কথার সুরের মাঝে অবশ্যই পার্থক্য থাকবে । কেউ যদি প্রচলিত ভাষায় কথা বলে থাকে সাধারনত, সে হয়তো পোশাকি ভাষায় কথা বলা শুরু করতে পারে । কেউবা আবার ইংরেজিতে কথা বলা শুরু করতে পারে । সেই সাথে যখন মিথ্যা বলবে তখন তাদের কথা অপেক্ষাকৃত সুন্দর হবে তাদের সাধারন সত্যি কথার তুলনায় । অনেকে আবার সরাসরি মিথ্যা না বলে ঘুরিয়ে মিথ্যা বলবে ।

৯. যারা মিথ্যা বলছেন তারা যে বিষয়ে মিথ্যা বলছেন তা বদলে গেলে বেশ শান্ত হয়ে যাবেন । তাদের কথা বলার পরিমাণ বেড়ে যাবে সেই সাথে তাদের গলার আওয়াজও মজবুত শোনাবে । অন্যদিকেযিনি সত্য বলছেন তিনি হঠাত বিষয় বদলে গেলে কিছুটা বিভ্রান্ত হয়েযাবেন এবং চেষ্টা করবেন আগের বিষয়ে ফেরত যেতে । ১০. অনেকেই নিজের মিথ্যা কথা ঢাকার জন্য সারকাজম বা হিউমারের সাহায্যনিতে পারে । অনেকে আবার এগুলোর সাহায্যেই মিথ্যা বলতে পারে ।

। সূত্র: ক্রিমিনাল সাইকোলজি by ঘোষ & সাহা তাহলে, মিথ্যা ধরুন আর মিথ্যুককে বাঁশ আর বাঁশ দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।