আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যুক

চোখে চোখ পড়তেই বললে, "মিথ্যুক" কিন্তু অহ্মি গোলকের ওপাশের চিহ্ন টা কিভাবে দেখবে, চোখ তো আর পারদ বাঁধানো আয়না নয় যে চাইলেই খুঁজে পাবে নিজের অবয়ব.. কলেজের পাথুরে পথটা পাড়ি দিতেই কব্জিতে কব্জি স্পর্শ পেল আর তুমি বুঝে নিলে প্রতিটি স্পন্দনেই তোমার রাজত্ব, রক্ত চাপ মাপার যন্ত্র দিয়ে তো আর ওটার ভিতর টা দেখা যায় না সে অতলস্পর্শী হৃদ খাদের তলটা দেখবে কিভাবে? আমি তো বন্ধু ই ভাবতে চেয়েছি, এর বেশি নয় তবু ছল করেছি এই বুঝি ধরা পড়তে হয় কিন্তু যে দিন কঠিন করে বলেছি "না" এ সব ই নিছক খেলাই তোমার কালো চোখ জোড়া থেকে ঝড়ে পড়লো এক বিন্দু শুভ্র আলো আর আমার অহ্মিগোলকের ওপাশের দাগটা একটু একটু করে অবাস্তব থেকে বাস্তব জগতে এসে উপস্থিত হলো তোমার অবয়ব নিয়ে হৃদপিন্ড প্রতি সেকেন্ডে হাজার কোটি হাতুড়ি পিটিয়ে স্মস্বরে ঘোষনা করলো- পেয়েছি, আমি তাকে পেয়েছি, এতো সেই ! Oh! god.... what a mistake.......!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।