আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যুক বলে মিথ্যা বলোনা... কেন?

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

গত দশ বছরে মিথ্যা আর বিশেষ মহলের উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ পরিবেশনের জন্য বিখ্যাত নাম "প্রথম আলো" এবং "দি ডেইলি স্টার"। প্রথম আলোর মিথ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে। এই মিথ্যুক সম্প্রদায় ইদানিং শপথ বাক্যে স্বাক্ষর নিচ্ছে। শপথ হলো, সত্য বলার, নিজেকে বদলাবার। কেন? ১. মাঠে তাদের প্রতিপক্ষ মিথ্যুকের আবির্ভাবের সম্ভাবনা হ্রাস করা।

২. সত্যবাদীরা সবাইকে সত্যবাদী মনে করে, মিথ্যেবাদীরা ভাবে সবাই বোধহয় তার মতই মিথ্যুক। আর তাই ভয়ে... ৩. মিথ্যবাদীরা কাউকে বিশ্বাস করে না। আর তাই ওরা প্রথম আলোর সংবাদও হয়তো বিশ্বাস করবেনা। তাদের বিশ্বাস বাড়ানোর জন্য তাদের কে সত্যবাদী বানানোর চেষ্টা করছে। ৪. প্রতিপক্ষ রা একে অপরকে পছন্দ করে না।

আর মিথ্যুকেরা প্রথম আলো'র অন্যতম প্রতিপক্ষ। আর তাই তাদেরকে বন্ধু বানিয়ে যদি প্রথম আলোর কাটতি বাড়ানো যায়, তাই হয়তো... ৫. সচেতন সত্যবাদীরা মিথ্যে টের পায় আর তারা মিথ্যেবাদীদের ঘৃনা করে। তাদের ঘৃনার কারনে উদ্ভব মর্মযাতনা হতে নিস্তার পাওয়ার জন্য, সত্য বাদীদের মন গলানোর জন্যই এই ভন্ডামী। আরো অনেক কারন থাকার সম্ভাবনা আছে। প্রথম আলোর মত ধান্দাবাজেরা আমার মত এত সহজ সরল নয়, যে তাদের কাজকর্মের অপারেশন আমার মত হাতুড়ে ডাক্তার করে নাড়িভুড়ি বের করতে পারি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।