আমাদের কথা খুঁজে নিন

   

আমি "মিথ্যুক" হতে চাই!

আমাদের দেশের মন্ত্রীরা মোটামুটি সবাই কমবেশি মিথ্যুক , কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ দুটো আসলের এই ধারায় অন্য মন্ত্রীদের নিকট আদর্শনীয় এবং হিংসনীয়। এই মন্ত্রণালয়ের মন্ত্রীগনের কার্যকলাপরে লিস্ট অন্যদের চেয়ে অনেক ভাল! যদিও যোগাযোগ মন্ত্রী মাঝে মধ্যেই তাদেরকে ভয়ংকর ভাবে অতিক্রম করেন বা ছাড়িয়ে যান, কিন্তু তার হাতে মিথ্যা বলার জন্য বিষয়ের পরিমাণ কম। কিন্তু সব গুলো একদম ঝাকাস! এবং গরম গরম। করছিলাম স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী গুণগান, গেলাম যোগাযোগ মন্ত্রীর গুণগানে। বাল!, কই থেকে কই যাই।

স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব গণ শুনলে অথবা দেখলে অনেক রাগ করবেন এবং কষ্ট পাবেন। কিন্তু আমার বক্তব্য হলো, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা । ছিলাম "লিস্ট আন্যদের চেয়ে আনেক ভাল!" একটা বিষয় কি, এই রেকর্ড বিগত ১০-১৫ বছর ধরে আসলেই ভয়ংকর ভাল এবং চরম!। ১০-১৫ বছর আগের কার কথা আমি জানিনা। ভাল ফলাফলের এর একটি কারণ আমার কাছে স্পষ্ট, তা হলো, তাদের হাতে মিথ্যা বলার জন্য বিষয়ের প্রচুরযতা এবং এর সরবরাহের সারা বছরের ব্যপকতা ।

এই প্রক্রিয়া অনুযায়ী আশা করা যায় যে, এই মিথ্যা বলার অভ্যাস ঠিক এখন কারমত বিদ্যমান থাকবে সামনের দিনগুলোতে। আমি আশা করি যে, ওতি নিকট সময়ে কেউ আমাকে অথবা আমারা ওই ভবিষ্যৎত বাণীকে মিথ্যা প্রমাণ করবে কেউ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।