আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররাজনীতির এক অন্ধকারময় অধ্যায় ছাত্র শিবির.......

আমি কিছু বলতে চাই...........

খালেদুর রহমান শাকিল, ঢাকা: ১২/০৩/২০১০। দেশবাসি, ছাত্র- জনতা ও সরকার উদিগ্ন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ডে। । যেকোন সময় সরকার নিষিদ্ধ করে দিতে পারে এই রাজনৈতিক সংগঠন তথা ছাত্ররাজনীতির এক অন্ধকারময় অধ্যায় ছাত্র শিবির। গত ১১/০৩/২০১০ ইং বৃহস্পতিবার সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এভাবেই তার বক্তৃতায় ইঙ্গিত দিয়ে বলেছেন, "শিক্ষাঙ্গনগুলিতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।

" সম্প্র্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে দু'জন ছাত্রলীগ কর্মীর হত্যাকাণ্ডের পরপরই সারাদেশে পুলিশ শুরু করে ছাত্রশিবিরকর্মীদের ধরপাকড় । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নির্দেশে শিবিরবিরোধী অভিযান চালাতে শুরু করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীক। এর আগে ইসলামী জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কার্যত ছাত্রদের পরিচালিত হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে বর্তমান সরকার। ইসলামী জঙ্গিবাদী তৎপরতার কারণে এর আগে নিষিদ্ধ করা হয় আল বাইয়্যেনাত, হিযবুত তাওহীদ, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)'র মতো রাজনৈতিক দলগুলোকে। ছাত্রশিবির ছাড়াও ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে শিক্ষাঙ্গনে রাজনীতিতে সক্রিয় ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রসেনা, ছাত্র মজলিস ইত্যাদি।

স্বাধীন বাংলাদেশ হতে এই কালো ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। ছাত্রদের পড়ার পরিবেশ আমাদেরই সৃষ্টি করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.