ভোরের তারা হয়ে একাকি পথ খুজি
ইমেইলে কিছু মজার ছবি পেলাম। শিরোনাম ছিল কেন বাবা মাকে সর্বক্ষন ছেলে সন্তানের পাশে থাকতে হবে। ছবি দেখে হাসতে হাসতে আমি কাহিল। তবে ছবি গুলো আমার কাছে ছোটবেলায় বচ্চারা যে কত বান্দরামী করতে পারে তার কিছু নমুনা বলে মনে হয়েছে। ছবি গুলো দেখে আপনারাও আনন্দ পেতে পারেন তাই শেয়ার করলাম।
অনেকে আগেও দেখে থাকতে পারেন-আরেকবার না হয় নতুন করে দেখলেন। তো শুরু করা যাক........
ফ্রীজের হ্যান্ডেল বেয়ে বেয়ে পুচকি স্পাইডারম্যান মানুষদের বাচাতে ছুটছে
এই বিশাল সুইমিংপুলে লম্ফঝম্প করতে উনার বিশেষ খায়েস হয়েছে আর কি
দেখেন দেখেন লিফটের বাটনটারে কি করতেছে!! এইগুলার জন্যই মাঝে মাঝে ৮/১০ তালা হেটে উঠা লাগে
ব্যংঙটা কি ভিতরে যাইতেছে নাকি বের হইতেছে ???বড়ই চিন্তার বিষয়
বাহ বাহ!!! গাছের খাদ্যের অভাব নাই
ইয়া ঢিসুম!!!বিশিষ্ট জ্যাকিচ্যাঙ সাহেব। বুদ্বি আছে নিচে পাতা দিয়ে নিয়েছে
এত দিন পরে বডি মাথাকে খুজে পেল। আঃ কি মধুর মিলনআয় মাথা আমার কান্ধে আয়।
দুনিয়াটারে উল্টা দেখতে মন্দ লাগে না।
তবে নীচে আগে মাথা পড়বে না পাতা পড়বে আল্লাহ জানে
ব্লাগার তামিম ইরফানের বান্দরবেলার কথা মনে পড়ে যায়
ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
এট্টু খানি গুড়া
হইল খাবার চোরা
এযে দেখি আমাদের লে. জে.হু.মো এরশাদের বাচ্চা সংস্করন
নিজের সাইজের চেয়ে বড় জিনিস এভাবেই খেতে হ্য়। তরমুজ খাইতে মঞ্চায়
বলার ভাষা নাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।