আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যের তারকাগণ

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

সাহিত্যের নায়ক/নায়িকারা যদি এখনো থাকতেন তবে কে কী করতেন? সাহিত্যের বাইরে তাদের অবসর জীবন কেমন হতো? অমিত রায়: লাবণ্যের বিরহে অবসরে লিখি পদ্য কেটকীর ভয়ে পত্রিকায় ছাপাই নাম নিয়ে ছদ্ম। ধ্রুব: দুরবিন দিয়ে আকাশ দেখি পেলেই অবসর ফাঁকে ফাঁকে জিয়ারত করি বাবার কবর। দিপাবলী: আমার জীবনের সাতকাহন শোনার মানুষ নাই তাই অবসরে নিজের কাহিনী নিজেরেই শোনাই। হিমু: আসলে আমি হুমায়ুন আহমেদ, নই হিমালয় অবসরে হাঁটি আর ভাবি কোন সময়টা অবসর নয়? বাবর: খেলারাম আমি মৃত্যুর পরে এখনো খেলে যাই স্বর্গের ৭০ হুরি, মদের নহর কোনো অবসর নাই। শ্ওকত: সবকিছু ভেঙ্গে পড়ে, পড়িনি শুধু আমি অবসরে সুন্দরীদের বানাই বধু, না হয়ে স্বামী। ব্লুম: ইউলিসিস হয়ে রাস্তায় ঘুরেছিলাম চব্বিশ ঘণ্টা অবসরে মলিকে বলি, কেন ওকে দিলে শরীরটা। আরো কেউ কী অন্য চরিত্রগুলো নিয়ে কিছু লিখবেন......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।