ঢাকা, মার্চ ০৩ এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার জিপিএ নম্বরের সঙ্গে সনাতন বিভাগীয় পদ্ধতির ফলাফলের সমন্বয় করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন সমন্বয় অনুযায়ী, জিপিএ ৩ বা তার বেশি হলে তা সনাতন বিভাগীয় পদ্ধতির প্রথম বিভাগের সমান হবে। জিপিএ ২ থেকে ৩ বা এর চেয়ে কম হলে দ্বিতীয় বিভাগের সমান হবে। জিপিএ ১ থেকে ২ বা এর কম হলে তা তৃতীয় বিভাগের সমান হবে।
২০০৯ সালের ২ জুনও একবার জিপিএ ও সনাতন পদ্ধতির ফল সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়।
সেই সমন্বয় সংশোধন করে এ নতুন সমন্বয় করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমন্বিত ফলাফল ঠিক থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।