বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
স্বরলিপিগুলো হারিয়ে গেছে সব
অশান্ত দমকা বাতাসে অবরুদ্ধ ধূলিঝড়,
শৃঙ্খলে নিষ্পেষিত হয়ে
সজীব তরতাজা প্রাণগুলো ফাঁপড়ে মরে।
জীবনের মোহকে গ্রাস করেছে অন্ধকার-
নর্দমার কীটগুলো চেয়ে থাকে জ্বলজ্বল দৃষ্টিতে
রক্তচোষা ড্রাকুলা
শোষণ করে নেয় জীবনীশক্তি।
চাঁদের রাত কলংক নিয়ে ফিরে যায় মেঘের আড়ালে....
চারপাশে শুধু লাশ, লাশ আর লাশ
বিষাক্ত বাতাস।
বিশুদ্ধ অক্সিজেন এখানে দুষ্প্রাপ্য
ক্ষণে ক্ষণে হায়েনাদের আর্ত চিতকার।
অগণিত জীবস্মৃত তরুণ প্রাণ
আশার ছলনে আজ উম্মাদ।।
( ক্যাডেট কলেজে থাকতে লিখেছিলাম কলেজের আর্মি জান্তা, উচ্চাভিলাষি ও নিচু মনের শিক্ষক এবং কিছু অসহায় কিশোরকে নিয়ে লেখা, ২০০৬ সালের কবিতা )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।