মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে প্রবেশ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে কাদের মোল্লার পরিবারের সদস্যদের বহন করা দুইটি মাইক্রোবাস ভেতরে যায়।
প্রথমে কাদের মোল্লার স্ত্রী-মেয়েদের এবং পরে ছেলে ও অন্য আত্মীয়স্বজনকে বহন করা মাইক্রোবাস প্রবেশ করে। পরিবারের আবেদন অনুযায়ী কারা কর্তৃপক্ষ ২৩ জনকেই কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুমতি দেয়। এর আগে রাত আটটার দিকে কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যদের চিঠি দেয় কারা কর্তৃপক্ষ।
কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের বাসায় একটি চিঠি পাঠিয়েছে। সে অনুযায়ী আমরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ’
চিঠিতে যা বলা হয়েছে
জ্যেষ্ঠ জেল সুপার স্বাক্ষরিত চিঠিতে কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানকে বলা হয়েছে, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী আবদুল কাদের মোল্লা, পিতা মৃত সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী হিসেবে অদ্য কারাগারে অন্তরীণ। আপনার এবং আপনার নিকট আত্মীয়স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ১০-১২-২০১৩ ইংরেজি রাত আট ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরি।
’
সানোয়ারা জাহান বরাবর পাঠানো চিঠিতে কাদের মোল্লার বন্দী নম্বর হিসেবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী ২২৬৪ উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎ করতে পারবেন ২৩ জন
কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর পরিবারের ২৩ জনের নামের তালিকা তৈরি করেছে কারা কর্তৃপক্ষ। ওই ২৩ জনকে কারাগারের ভেতরে সাক্ষাত্কারের ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের মধ্যে কাদের মোল্লার স্ত্রী-সন্তানসহ নিকট আত্মীয়রা আছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।