আমাদের কথা খুঁজে নিন

   

পিরামিড ট্যুর। টুরিষ্ট কম্পানি খুলতে চাই, তাই পরামর্শ চাই। পার্টনারও চাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১) পাঁচ বছর তিন মাস তিন দিন হলো মিশরে রাজধানি কায়রো আছি। অনার্স শেষ করে বসে আছি দুই বছর। ইচ্ছা ছিল যে কোন ইংলিশ দেশে গিয়ে এমবিএ করবো। তার জন্যে টাকা লাগবে লাখ পাঁচেক।

কিন্তু খরচ করার মতো কোন টাকাই নাই আমার হাতে। দেশে গিয়েও ভাল কিছু করার মতো কেপাসিটি না থাকাতে সাহসও পাচ্ছিলাম না। ভেবে চিনতে সিদ্বান্ত নিয়েছিলাম বছর দুয়েক এখানেই থেকে কিছু মাল পানি সংগ্রহ করার দিকে মনোনিবেষ করবো। অনেক চেষ্টা করলাম কিছুই হলো না। ২) ২০০৪ সালের নভেম্বর মাসের ৭ তারিখ সন্ধায় কয়রো এয়ারপোর্টে নামার পর টেক্সি নিলাম।

টেক্সিতে বসে বসে চারপাশ দেখতেছিলাম আর ভাবতে ছিলাম কেমন হবে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আর কবেই বা দেখব পিরামিড। সময়ের কিছু ব্যাবধানে দেখা হয়ে গেল সবই, দেখা হয়ে গেল আর কত কিছু। মিশরের ইতিহাস সমন্ধে যা কিছু জানাছিল, স্বচোখে দেখলাম তারচেয়ে কয়েকগুন বেশি। ৩) ধিরে ধিরে মিশরিয়দের লোকাল ভাষাও আয়ত্ব হয়ে গেলো, আরো চেনা হয়ে গেলো শুধু কায়রোই নয় বরং সমস্ত মিশরের রাস্তা ঘাট। ৪) ছাত্র হওয়ার সুবাদে বাংলাদেশি দূতাবাসের লোকজনের সাথেও হয়ে উঠল ভাল সম্পর্ক।

তাই দেশ থেকে বেড়াতে আসা অনেক মেহমানদেরই ফ্রিতে মিশর দেখানোর দায়িত্ব এসে পরতো আমাদের কাধে। বাধিত গাইডের মতোই তাদের সেবা করে যেতাম দিনের পর রাত, রাতের পর দিন। এই সমস্ত মেহমাণদের ঘুরে ভাল লাগলে তারা আবার দেশে গিয়ে তাদের বন্ধু বান্ধবদের এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেন এবং সেই আবার আমাদের কাধে এসে পরতো গুরু দায়িত্ব। ৫) তাই আজ পর্যন্ত পিরামিডে যে কত বার যেতে হয়েছে, তা হিসেব করেও বলা যাবে না। ৬) মিশরের বার্ষিক আয়ের ৫০% এর বেশি আসে টুরিষ্ট ব্যবসা থেকে।

প্রতিটি টুরিষ্ট স্পটে গেলে দেখা যায় হাজার হাজার টুরিষ্ট। ইউরোপিয়ান, আমেরিকান ছারাও ঐসব দেশে বসবাসকারি প্রচুর ইন্ডিয়ান টুরিষ্টও দেখা যায়। তাইতো আপনি যদি কখনো পিরামিডে বা ফেরাউনের মমি দেখতে যান, তাহলে আপনাকে অনেকই বলে উঠেবে, "ভাইসাব কেইছা হে?"। ৭) এই হাজার হাজার টুরিষ্ট গুলো আপনা আপনি এখানে চলে আসে না, তাদের লিড দেয় কিছু মানুষ ও কিছু কম্পানি। তাই অনেক ভেবে দেখলাম আমার এই ছোট্ট অভিগ্গতাকে কাজে লাগাতে পারলে অন্তত সময়িক আমার একটা ব্যাবস্থা হবে।

তাই আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই কতিপয় বিষয়ে। ১) আইডিয়াটা কেমন? ২) কিভাবে এগুতে হবে। আমার সম্ভাব্য প্লান। ১) স্মল টুর। ২) বিগ টুর।

********************* ১) স্মল টুরbr /> এটা হবে চার দিনের। এই প্যাকেজে থাকবে, তিনটি জেলা, ক) কায়রো খ) আলেকজান্ড্রিয়া গ) ফাইওম। ক) কয়রোর মধ্যে থাকবে: ১) পরামিড। ২) নিল নদ। ৩) ফেরাউনের মমি।

৪) সালাহউদ্দিনের কেল্লা। ৫) হুসেন মসজিদ। ৬) আল আজহার মসজিদ। ৭) আমর ইবনে আস মসজিদ। ৮) সিটি ষ্টার।

(বিগেষ্ট সপিংমল & এন্টার টেইন্টমেন্ট প্লেস ইন আফ্রিকা) ৯) কায়রো বিশ্ববিদ্যালয়। ১০) আল আযহার বিশ্ববিদ্যালয়। ১১) খান খলিলি। ১২) সুলতান হাসান মসজিদ। ১৩) ঈমাম শফেয়ি (র এর কবর।

১৪) কায়রো টাওয়ার। ১৫) রাতে নিল নদে নৌকা ভ্রমন। ******************************** খ) আলেকজান্ড্রিয়ায় থাকবে: ১) আলেকজান্ড্রিয়ার বাতি ঘড়। ২) আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি। ৩) সমুদ্রের পাশে কেল্লা।

৪) মুনতাজা। ৫) হযরত লোকমান (আ এর কবর। ৬) হযরত দানিয়াল (আ এর কবর। ৭) রোম সম্রাজ্যের বিভিন্ন নিদর্শন। ৮) গ্রিক সম্রাঝ্যের বিভিন্ন নিদর্শন।

৯) সাহাবায়ে রাসুল হযরত আবি দারদা (রা এর কবর। ১০) আবুল আব্বাস আল মুরসি এর কবর। ১১) ভুমধ্য সাগরে নৌকা ভ্রমণ। ১২) উপরোক্ত অধিকাংশ স্পট গুলোই ভুমধ্য সাগরের পাশে অবস্থিত। *********************** গ) ফাইওমের মধ্যে থাকবে: ১) পাপিষ্ট বাদশা কারুনের প্রাসাদ ২) বুহাইরা কারুন।

কারুনের সম্পক্তিকে আল্লাহ তায়ালা মাটির সাথে মিশিয়ে দিয়ে যে লেক বানিয়েছেন সেই লেক। ৩) ওয়াদে রাইয়ান। ************************************************ আপাতত আর লিখতে পারছি না, হাত ব্যাথা করতেছে। আরো ওনেক প্লানই আছে। যদি আপনারা আমাকে সাহায্য কররন।

ওপরোক্ত ছবি গুলো ভাল না। তার পরও শেয়ার করলাম আপনাদের লোভ ধরানোর জন্যে। ভাল ভাল অনেক ছবিই আছে, কিন্তু ৫০০ কে বি এর বেশি হওয়ার কারণে আপলোড করতে পারছি না। বি: দ্র: আমি বাংলাদেশে একজন পার্টনার খুজছি যার ট্রাভেল এজেন্সি আছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।