স্টাফ রিপোর্টার: আজ থেকে পিলখানার দরবার হলে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে। যেখান থেকে বিডিআর বিদ্রোহের শুরু হয়েছিল, সে দরবার হলেই এ বিচার শুরু হচ্ছে বলে জানালেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। তিনি বলেন, তারা এ অধ্যায়ের এখানেই শেষ করতে চান। দীর্ঘদিন ‘অপারেশন ডাল-ভাত’ পরিচালিত হওয়ায় বিডিআর সদস্যদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে অনেক অর্থ লাভ হচ্ছে।
আর সেই লাভের অংশ যাচ্ছে কোথায়? এটা ছিল গুজব।
তিনি আরও বলেন, বিডিআর পুনর্গঠন ও আইনের পরিবর্তন দরকার। বিডিআরের পড়্গ থেকে তারা একটি নীতিমালা সরকারের কাছে পাঠিয়েছেন। এটা হলে সরকার লাভবান হবে। বিডিআরের পোশাক ও নাম পরিবর্তন করে ‘বর্ডার গার্ড’ নাম রাখা হবে।
তবে নাম পরিবর্তনের আগে আইন পরিবর্তন দরকার। ঘটনার এক বছর শেষ হওয়ার একদিন আগে ঢাকায় বিডিআর বিদ্রোহীদের বিচার কাজ শুরম্ন হবে বলে জানিয়েছেন বিডিআরের মহাপরিচালক। গতকাল দুপুরে পিলখানায় বিডিআর সদর দপ্তরে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন। গতবছর ২৫ ও ২৬শে ফেব্রম্নয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। আহত হন ৫৯ জন।
বিদ্রোহের অভিযোগে ঢাকায় ২১৮৭ জন, ঢাকার বাইরে ১৭২১ জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে এ পর্যনত্ম ছয়টি আদালতে বিডিআর বিদ্রোহীদের বিচার কাজ শুরম্ন হলেও এই প্রথম ঢাকায় ঢাকার বিদ্রোহীদের বিচার কাজ শুরম্ন হতে যাচ্ছে। ওদিকে রাষ্ট্রপড়্গের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন, আজ থেকে দরবার হলে বিচার কাজ শুরম্ন হচ্ছে।
বিডিআরের পড়্গ থেকে জানানো হয়, বাংলাদেশ রাইফেল্স অর্ডার-১৯৭২ অনুযায়ী গঠিত বিশেষ আদালত ৫-এর মাধ্যমে ঢাকার পিলখানায় ঢাকা সেক্টর সদর দপ্তরে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার দরবার হলে স'াপিত আদালতে আজ দুপুর ১২টায় শুরম্ন হবে। আইন অনুযায়ী এ বিশেষ আদালতের সভাপতি হিসেবে বিডিআর মহাপরিচালক এবং সদস্য হিসেবে বিডিআরের দু’জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
এছাড়া এটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি মোহাম্মদ উলস্নাহ কিসলু এই বিশেষ আদালতকে প্রয়োজনীয় সহায়তা করবেন। আদালতের দিনের কার্যক্রম শেষে বিডিআর সদর দপ্তরের প্রেস কনফারেন্স কড়্গে দুপুর ২টায় বিচার কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।