পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদ পরিবারের সদস্যসহ তিন বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবদীন বীরবিক্রম শহীন সেনাদের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরে তিন বাহিনী ও বিজিবি মহাপরিচালক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সাবেক সেনা প্রধান এইচএম এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শহীদ সেনা পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে একদল বিপদগামী জওয়ানের হাতে সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, তাদের পরিবারের দুইজন সদস্য এবং একজন সৈনিক শাহাদাৎ বরণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।