যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কবিতা বিস্ফোরিত মগজ হঠাৎ যুদ্ধক্ষেত্র হয়ে উঠলে
বুলেটের শব্দে ছন্দ নিথর হয়ে রইলো দরবারে
চারিপাশে সাইরেন - লাশের কুচকাওয়াজ, এর মধ্যে জেনে গেলো আমার ভাই
পদক নেবার জন্য তিনি রওয়ানা হয়েছেন সপ্তলোকে
সাড়িবদ্ধরা আসছে পেছনে, তিনি আগে চললেন সুয়েরেজ ধরে
নতুন বধ্যভূমিতে ভেসে উঠতে চেনা গেলো কর্নেল ব্যাজ
শতাধিক বীরযোদ্ধা গণকবরের জমায়েতে তখনও অপেক্ষায়
পাজরে বুলেট-দগ্ধ ভাইয়ের শোকে মুহ্যমান বাংলাদেশ
স্লুইচ গেট আর প্যারেড গ্রাউন্ডকে স্যালুট
কোন বেরিকেড থামায়নি তাদের শোণিতযাত্রা
বাকীটুকু দিয়ে হবে পিলখানায় নয়া-মিনারের চৌকাঠ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।